আমার প্রিয় ব্রহ্মপুত্র-এর সাথে কিছুক্ষণ
ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা রে মাঝি গা কোন গান
অনেকদিন পর এবারের ঈদে লম্বা ছুটি পেয়েছিলাম । ঈদের পরদিন থেকে ঘোরাঘুরি শুরু করে তা ঈদ পরবর্তী সপ্তাহ পেরিয়েছে। সেই সময়েই ছবিগুলো তোলা। যদিও খুব ভালো ছবি তুলতে না জানার কারণে সব এখানে শেয়ার করা সম্ভব হলো না । তারপরও সাহস করে কিছু শেয়ার করলাম ।
মন মাঝি তোর বৈঠা নেরে
আমি আর বাইতে পারলাম না
সারাজনম উজান বাইলাম
ঘাটের নাগাল পাইলাম না
ও নদীরে
একটি কথা শুধাই শুধু তোমারে
বল কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ?
নদীর কুল নাই কিনার নাইরে
ও আমি কোন কুল হতে কোন কুলে যাবো
কাহারে শুধাইরে...?
কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো
নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তারে সুখেরি ছোঁয়ায়
সাজিয়ে রেখো মনের মণি কোঠায়
আনন্দ মোহন কলেজ
জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও
স্থাপিত ১৯০৮
অবস্থান: কলেজ রোড়, ময়মনসিংহ, বাংলাদেশ
ক্যাম্পাস: নগর, ১৫.২৮ একর
অন্তর্ভুক্তি : বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইট : http://www.amc1908.ucoz.com
দূরেঃ মুন্সিগঞ্জ
জীবিকার তাগিদে নারীও ঘরে বসে নেই।
নিজ বাড়ির কাজ সামলেও নারী বাইরের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে।
সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
-কাজী নজরুল ইসলাম
"সোনালী পাট" এখন শুধুই ইতিহাসের পাতায়
হলুদ ধঞ্চে ফুলে ছেয়ে আছে বিশাল প্রান্তর।
পুরানো বাকল খসিয়ে নতুন করে বাঁচার তাগিদে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায়।
বর্ষার সময় চলার পথ পানিতে তলিয়ে গেলে পারিবারিক প্রয়োজনেই ব্যবহৃত হয় নৌকা।
কাছেঃ যান্ত্রিক ঢাকায়
স্মরণ স্থাপনা "শিখা চিরন্তন" সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে জ্বলজ্বল করে জ্বলছে।
জনহীন শাপলা চত্বরের এমন দৃশ্য ঈদের সময় ছাড়াসাধারণত চোখে পড়ে না...
ইস্টিশনের রেলগাড়িটা
মাইপা চলে ঘড়ির কাঁটা
প্লাটফরমে বইসা ভাবি
কখন বাজে বারোটা
দুই ভুবনে দুই বাসিন্দা
বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল
তথ্যসূত্র:
ছবি: নিজ এ্যালবাম
স্থান: ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ ও ব্রহ্মপুত্রের পাড়
ক্যামেরা: Canon EOS Rebel T3
উইকিপিডিয়ায় আনন্দমোহন কলেজ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
উৎসর্গঃ সেসব বন্ধুদের, প্রবাসে থেকেও যাদের মন কাঁদে মায়ের জন্যে, সোঁদা গন্ধভরা মাটির জন্যে
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
►নিজস্ব ব্লগসাইট : আশা জাগানিয়া ফটোগ্রাফি
►ফ্লিকারে: ছবি যেথায় কথা কয়
►ফেসবুকে আশা জাগানিয়া ফটোগ্রাফি
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ঢাকা শহরে ফটোগ্রাফির একক প্রদর্শনী সম্বন্ধে কারো কোন ধারণা, অভিজ্ঞতা থাকলে শেয়ার করার অনুরোধ রইলো ।।