অনেকদিন সামহোয়্যারইন ব্লগে অনলাইনে অন্যদের ছবি আমার ছবির উপরে দেখে মনে মনে হা-হুতাশ করতাম। কখনো কখনো রাগও হতো। আমরা পরে ব্লগিং শুরু করেছি বলে কি সারাজীবনই এভাবে নিচের দিকেই আমাদের নিক/প্রোপিক থাকবে ?
ব্লগার অন্যমনস্ক শরৎ, শাহানূর সহ কিছু নিক আছে যাদেরকে ব্লগে লগইন থাকলে প্রথমেই দেখাতো।
ভাবতাম কবে ব্লগিং এ সিনিয়র হবো...নিকটা একটু উপরের দিকে দেখা যাবে।
সামহোয়্যারইন-এ অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে অনলাইনে প্রোপিক/নিকের নাম প্রদর্শনেও।
যেদিন এই পরিবর্তনটা চোখে পড়েছিল রিতিমতো ধাক্কা খেয়েছিলাম। ভাবছিলাম কোন গোলমাল হয় নিতো ?
নাহ্ আমার সাময়িক ভাবনাকে মিথ্যে করে এতোদিনের দুঃখবোধকে ঘুচিয়ে দিতেই বুঝি সামহোয়্যারইন -এর টেকনিক্যাল টিম নতুন পদ্ধতির প্রবর্তন করলেন।
কতবার নিজেকে প্রথমে দেখেছি খেয়াল করিনি। হঠাৎ একদিন নিজেকে প্রথমে দেখে খুশি ধরে রাখতে পারিনি সাথে সাথেই স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আপলোড করেছি "ফাস্টু হইছেরে এএএএ..." এমন ক্যাপশন দিয়ে।
ব্লগে অনেক পরিবর্তন যেমন হয়েছে, ব্লগারদের মাঝেও অনেক পরিবর্তন হয়েছে। লেখার ধরনে, ব্লগিং-এর ধরনেও এসেছে অনেক পরিবর্তন।
পুরোনোদের অনলাইনে, ব্লগিং-এ না পেয়ে অনেকের মাঝেই হাহাকার দেখা যায়।
জীবন, জীবিকা, ব্যস্ততার রকমফেরে পরিবর্তন আসবেই। সেটাকে মেনে নিয়েই নতুনদের পথ চলতে হবে।
প্রয়োজন দায়িত্বশীল,ব্লগিং। ব্লগের প্রতি ভালোবাসা। তবেই প্রিয় সামহোয়্যারইন ব্লগ টিকে থাকবে আপন মহিমায়।
কৃতজ্ঞতা রইল আমার প্রিয় সহব্লগারদের প্রতি। যাই লিখি বা শেয়ার করি তাতে আলোচনা , মন্তব্য করে সবসময় পাশে থেকেছেন।
বিশেষ ধন্যবাদ জানাই সামহোয়্যারইন ব্লগের পরিচালক জানা ম্যামের প্রতি। তার আন্তরিকতা, বিভিন্ন সময়ে অনেক উপদেশ, পরামর্শ পেয়ে এখনও আছি এই ভালোবাসার ব্লগটিতে।