উত্তরাধিকার সম্মত্তিতে নারীর অংশ যতটুকু আছে তা কি বাস্তবে আসলেই নারীর হস্তগত হচ্ছে? আজকে প্রায় ৬০ জন নারী-পুরুষের মধ্যে প্রশ্নটা করেছিলাম, যেখানে ৩% পুরুষ ছিল উত্তরদাতা হিসেবে। এদের একজনও আমাকে শতভাগ পজিটিভ কোন জবাব দিতে পারে নি।
প্রশ্ন আপনাদেরকেও করলাম...
যদি নারী হয়ে থাকেন তবে আপনি নিজে, আপনার মা, বোন. ভাবী ইত্যাদি আর
যদি পুরুষ হয়ে থাকেন তবে আপনার মা, ভাবী, স্ত্রী, বোনদের ক্ষেত্রে তাদের
-প্রাপ্য সম্পত্তি কি তাদেরকে কাগজে -কলমে বুঝিয়ে দেয়া হয়েছে?
-প্রাপ্য সম্পত্তিতে কি তাদের দখল আছে?
-প্রাপ্য সম্পত্তি কি তারা ভোগ করতে পাচ্ছে?
-প্রাপ্য সম্পত্তি কি তারা চাইলেই বিক্রি করতে পারে?
আমি দুঃখিত, এতো অল্প কথার পোস্ট দেওয়ার জন্যে। কিন্তু আমি মতামত জানতে চাই বলেই ইন্টারনেটে যোগাযোগের যে কয়টি মাধ্যম আমি ব্যবহার করি তার সব কয়টিতেই প্রশ্নগুলি করার চেষ্টা থাকবে। আশা করি আপনারা আপনাদের মতামত জানিয়ে বাধিত করবেন। জবাবে তেমন কোন জটিলতা নেই। প্রথমত "হ্যাঁ" অথবা "না"....যদি প্রতিটার জবাব হ্যাঁ হয়, তবেতো আলহামদুলিল্লাহ। আর যদি "না" হয় তবে এর থেকে পরিত্রাণের উপায় কি কি হতে পারে...।