তুমি হে রম্য তনয়া হেরিয়া তোমায়
মোহার নেত্র সতত যায় যে জুড়ায়ে
দেখি যতবার দেখিবারেচ্ছা জাগে আবার
হৃদয়টা মোহার যাওযে তুমি লয়ে।।
তোমার হাসি দেখে শশীও লুকায় লাজে
তোমায় দেখে মহী যেন নব সজ্জায় সাজে।
তোমায় দেখে বসন্তের কলকণ্ঠ-
মুগ্ধ হইয়া চাহিয়া থাকে গীত করিয়া বন্ধ।।
তোমায় দেখিতে ছাড়িয়াছি মোর কাজ
তোমায় ভাবিয়া জীবন মোর ধন্য করিব আজ।
তোমারে বেশী বাসিয়াছি ভাল সবার চেয়ে
তোমারে দেখিয়া মোর হৃদয় ওঠে যে গেয়ে।।
তোমারে দেখিয়া বাড়িয়াছে মোর বাঁচার অভিপ্রায়
তোমায় দর্শে মেতেছি প্রথম হর্ষ কান্নায়।।
১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২ ০