
আগেই বলে রাখছি, এই টিপসটি তাদের জন্যে যারা এটি জানেন না । অতএব যাদের বুদ্ধি শির্ষে অবস্থান করছে, তারা না পড়লেই ভালা

ফেসবুকে পিসি ইউজারদের থেকে মোবাইল ইউজারই বেশি, তাছাড়া ব্যাস্ত জীবনে দ্রুত কোনো কিছু যেমন ছবি শেয়ার করার জন্যে মোবাইল ফেবুর বিকল্প নেই । আবার অনেকেরই দেখা যায় পিসি নেই, থাকলেও প্রাইভেসি বা অন্যান্য সমস্যা বিদ্যমান । তাদের জন্যে আমার এই পোষ্ট, গত ১ বছর ধরে এভাবেই মোবাইল থেকে ফেসবুক ব্যাবহার করছি ।

যারা মোবাইল থেকে ফেসবুকে অ্যালবাম তৈরি করতে চান তারা এই লিঙ্কে ক্লিকান, তারপর নতুন অ্যালবাম তৈরি করুন

যারা ফেসবুকের পুরনো অ্যালবামে ছবি আপলোড করতে চান তারা এই লিঙ্কে ক্লিকান, যে পেজ আসবে সেখানে আপনি আপনার অ্যালবাম লিষ্ট পাবেন । এ্যাড ফটোতে ক্লিক করে ছবি আপলোড শুরু করুন

এবার একটি অতি গুরুত্বপূর্ণ টিপস্



নো প্রবলেম


পরবর্তীতে এই পেজগুলোতে এ্যাকসেস্ করতে চাইলে এগুলো বুকমার্ক করে রাখুন ।
এতকিছু করতে চাইলে ইউসি ব্রাউজারের চেয়ে অপেরা মিনিই যে বেশি কাজ দেখাবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অপেরা যে আবার ইউসি থেকে স্লো !



বিঃ দ্রঃ কোন অতি বুদ্ধিমান যদি ভেবে থাকেন যে এটা একটি কপি/পেষ্ট পোষ্ট, তবে তার প্রতি অনুরোধ রইল আমার ফেসবুক এ্যাকাউন্ট ঘুরে আসার; আমার অ্যালবামগুলোর তারিখ তার সন্দেহ দুর করবে বলে আশা রাখি...



সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২৩