আমায় অধিগ্রহণের অবিরাম প্রচেষ্?া †তামার!
-স্বাগতম।
দিতে না চাও, †বশ †তা -দিও না,
প্রসন্ন চিত্তে পঙ্কিলে পুষ্পহার ।
কোন অভিযোগ †নই।
†য কলুষতায় †তামার ভয়
তা একমাত্র সহযাত্রী আমার,
নিজেকে কি করে করি অস্বীকার?
শূন্য †হাক, তবু আমি †তা আছি
আমার আটপেŠঢ়ে আসবাবের সাথে,
নির্জন গৃহে রাত্রি যত দীর্ঘই †হাক
আমার সূর্যমুখীর †চাখ-কেউ না †দখুক
খোলা বারান্দায় আষাঢ়ের অবিরাম ঢল
কভু না বুঝোক, নয়নের জলে যে অনল!
এই শ্রীহীন অগুছালো সংসারে
একা হাটছি মাপের ফিতে বিহীন পথে-
অশ্রান্ত সন্ধানী †তামার।
বায়ু প্রবাহের যাতায়তে
†য হৃদয়েরা জীবন্ত †জগে থাকে একসাথে-
হয়তো একা হয়েছি আলাদা তার †থকে
অথবা একঘরে করে রেখেছে তারা-
তবু আমার অহংকার অমানবিক নয়
ভাড়া বাড়ির ঘরের মতো-
তুচ্ছ স্বার্থের †মাহে
বাসিন্দা তাড়াইনি বারবার।
আজ †তামার আমার এই ব্যবধানে
সমান্তরাল চলার পথে †য শূন্যতা প্রতীয়মান
নীরেট শূন্যতায় নিদারুন দীর্ঘশ্বাস দুজনার
যদি মরু তীরে ফিরে পায় প্রাণের সঞ্চার
-আমায় বরণের যদি হয় অভিপ্রায়
-স্বাগতম।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬