এই লোকারণ্যেই বেশ ভাল থাকা হয়
কি নিদারুন ব্যস্ত সময়
শাখারী বাজার থেকে কাঁটাবন হয়ে পাটুয়াটুলীর পথে
টিকিট কাউন্টার, ক্যানভাসার, হকার,
এমনকি, ফেরিওয়ালার পানেও ভয়Ñ
এ দেশে এখন অপহরণের সোনালি সময়!
নাগরিক সভা, মানববন্ধন, মিছিলের মুখ,
অনশন, ধর্মঘট, আন্দোলন,
জনপ্রতিনিধির প্রতিশ্র“তি, মুখোশে মুখোশময়Ñ
মাটি-মানুষের সেবায়- সেনানির শপথ
কৃত্রিম মনে হয়।
এই গগনমুখী শহরের গলি-গুজি, ছেড়ে আসা
ওভারপাস, আন্ডারপাস, চৌরাস্তার মোড়ে
কিংবা পূণ্যালয়ে পড়ে থাকা জীবন্ত লাশও রহস্যময়।
সবুজ ঘাসের দেশে কি অমানবিক অবক্ষয়!
এদেশে এখন অসাধারন অচেনা সবাই,
সাধারন কেউ নয়।
এ দেশে এখন নিদারুন দুঃসময়?
নিজের ছায়ার পাশে দাড়াতে ভয় হয়,
সহস্র জনতার সমাবেশে আতঙ্কিত হৃদয়Ñ
নিজেকে বড় নিঃসঙ্গ মনে হয়,
আর ভীষণ একাÑ