ওরে- নাও সাঁতরাবার জলঢেউ
ভাবো না -বোঝে না-সোনার মাঝি
সবি যে একই রকম- একই রকম-
ও নদী যৌবন কালে হয় যদি বর্ণনীল;
অবিশ্বাসের ছন্দপতন-দাগ রবে ভাঙ্গনের জখম ।।
হায় রে স্বাদের এককালীন নাও বাঁন্ধেছি-
উজান ভাটি গাঁয়ের গহীন জঙ্গলে-
জোয়ারের সময় গুমটা পরে রও
কেনো সে সাম্যচাষির মঙ্গলে !
ঢেউয়ে যদি না ভাসে রুপলাবণ্য গাঁও-
নদী রে বালুর চর জাগা পাও !
সপ্তপাতাল জুড়ে শুধু কলত- কলত
ছলৎ ছলৎ ঢেউয়ে তলে নাও-
স্বপ্ন ঢেউ রাঙা হবে পরজনম ।।
২৬/০৫/১৬
=======
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:০৮