লাল নীল স্বজন রে তোর ভুবন রাঙা
প্রেমের জলস্থলে -
আর কত কাল দেখাবো নয়ন পর্দা
ভরে ভরে-
স্বার্থপরী দানবের লীলাখেলায় ঘুরাঘুরি !
লাল নীল স্বজন রে তোর ভুবন রাঙা
প্রেমের জলস্থলে ।
বর্ষ ঘরে ভাসায় কেন যত শত জলচ্ছ্বাস-
রোয়ানু ধ্বংসের ঘুড়ি
আকাশ জুড়ে মায়াবী আর্তনাদ, বজ্রপাতে
প্রেমময় দেহ পুড়ি !
মেঘের কুলে রঙধনু মেলা রক্তহলিখেলায়-
দল বাদুড়ে লুকচুরি-
লাল নীল স্বজন রে তোর ভুবন রাঙা
প্রেমের জলস্থলে –
একেমন ধেয়ে আসে- একেমন মেরে বসে ছুঁয়া-
সবি যেনো ভুবন রাঙার
হাজারো চিনাজানা নিত্যনতুন নাচে দানোবীর !
তাই তো মাঝে মাঝে গায়ে বসেছে-
অভয়শেখড় কে বিছায় কে জানাই সমবেদনা
মুখে শুধু দেয়ালচির !
লাল নীল স্বজন রে তোর ভুবন রাঙা
প্রেমের জলস্থলে ।
২৫/০৫/১৬
======
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:২১