একটা স্কুলে কিছুক্ষন পরে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার আগে স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার্থীর গার্ডিয়ানদের কে একটা চিঠি দিয়েছে। চিঠিটা এরকম।
আপনার সন্তানদের পরীক্ষা কিছুক্ষনের মধ্যেই শুরু হবে। আমি জানি আপনারা খুবই আশায় আছেন যে আপনার সন্তান যেনো সব থেকে ভাল মার্ক পায়। কিন্তু মনে রাখবেন যে এই শিক্ষার্থীদের মধ্যে এমন অনেকেই আছে যাদের ইচ্ছা আর্টিস্ট হওয়া। তাদের আসলে ম্যাথ জানা খুব বেশি দরকার নেই। এমন অনেকেই আছে যারা এখন থেকে স্বপ্ন দেখছে যে ভবিষ্যতে তারা উদ্যোক্তা হবে। তাদের আসলে সাহিত্য বা ইতিহাস জানার তেমন একটা আগ্রহ নেই। এখানে এমন কেও থাকবে যারা হয়তো ভাল গায়ক হবে। তাদের আসলে স্কুলের কেমিস্ট্রি মার্ক তেমন কাজে আসবেনা। অনেকেই আছে যারা খেলোয়াড় হবে তাদের আসলে ফিজিক্স এর মার্কস থেকে ফিজিক্যাল ফিটনেস টা বেশি জরুরি। যদি আপনার সন্তানরা ভাল মার্ক পায় তাহলে খুবই ভাল। কিন্তু যদি তারা না পায় তাহলে প্লিজ তাদের কে তাদের স্বপ্ন পূরণে বাধা দিবেন না। এবং আপনার ইচ্ছা আপনার সন্তানদের উপর চাপিয়ে দিবেন না। তাদের কে বলুন its ok। এটা শুধু মাত্র একটা এক্সাম। তারা লাইফে ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষার মার্ক থেকেও আরো বেশি কিছু পেতে পারে। তাদের স্বপ্ন পূরণে বাধা না হয়ে সঙ্গী হোন
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪২