আমি তখন সিটি কলেজের student. আমাদের কলেজের নিয়ম কানুন ছিল খুবই কড়া।কলেজের কেউ কোন ফাজলামি করলে বা কোন মারামারি করলে সাথে সাথে tc বা গার্ডিয়ানের কাছে বিচার দেয়া।এই কারনে কলেজের কাউকে বাইরের কেও মারলে কিছু করার থাকতনা। তখন আমরা প্রায় ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের কাছে মার খেতাম।এমনকি তারা আমাদের কলেজের কাছে এসে বিনা কারনে আমাদেরকে মারলেও আমরা কিছুই বলতে পারতামনা
2012,এমনই একদিন
আমাদের কলেজে কোন একটা exam চলছিল।exam শেষ হওয়ার পর বাইরে এসে দেখি তুমুল কান্ড।
আইডিয়াল কলেজের ছাত্ররা বাইরের লোক ভাড়া করে এনে আমাদের উপর কোন এক কারনে হামলা চালাল।
তখন যে যার মতো পালাতে শুরু করল। তা দেখে রিকসাওয়ালারা হাসতে শুরু করল।তারা আমাদের কলেজের গেটের সামনে এসে পর্যন্ত মারা শুরু করল।আর তখন যে যেভাবে পারি আমরা আমাদের কলেজের ভিতরে ঢুকে গেলাম।কিছু সময় পরে তারা বীরদর্পে চলে গেল। কিন্তু এই ঘটনা অন্যবারের মতো আর এখানেই শেষ হলনা।
ঘটনা মোড় নিল অন্য দিকে।আমরা যখন সবাই কলেজের ভিতরে ঢুকে গেলাম তখন আমাদের সাথে স্যার,প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপালও ছিল
সবাই তখন বলাবলি করতে শুরু করল যে এভাবে চলতে পারেনা,এটার কোন মানে হয়না,এভাবে আমরা আর কতো মার খাব আরো কতো কি।
আর ঠিক তখনই প্রিন্সিপাল বলল গেট খুলে দিতে আর বলল ওদেরকে মেরে আসতে।
আমরাও রেডি হলাম সর্বশক্তি দিয়ে।আমরা দলে দলে ভাগ হলাম আর একেকজন একেক রাস্তা দিয়ে তাদের কলেজের দিকে যাওয়া শুরু করলাম।রাস্তায় ওই কলেজের যাকেই পেলাম তাকেই মারলাম এমনকি আমাদের অনেকে তাদের স্যারকে পর্যন্ত মারল।আর তারা যে যেভাবে পারে পালাতে শুরু করল।আর এভাবেই আমরা প্রথম পাল্টা আঘাত করলাম।
ঘটনাটা প্রথম আলো পত্রিকায়ও এসেছিল।তবে অন্যভাবে।
ভিতরের খবরতো শুধু আমরাই জানতাম
এর পর আমি যতদিন ওই কলেজে ছিলাম ততোদিন পর্যন্ত আর কোন মারামারির খবর শুনিনি
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ৮:১৪