একজন ভাল বন্ধুই পারে তোমার জীবনটাকে পরিবর্তন করতে। হয়তো তুমি জীবনে অনেক সুখি, কিন্তু একজন ভাল বন্ধু না পেলে তুমি তোমার সুখের মুহূর্ত গুলি কারো সাথে সেয়ার করতে পারবেনা। আমি যখন অনেক ছোট তখন অনেক জায়গায় লেখা দেখতাম যে ভাল বন্ধু না থাকলে জীবনে আনন্দ পাওয়া যায়না। তখন আমার কোন ভাল বন্ধু ছিলনা। আমি তখন ভাবতাম কই আমার তো কোন ভাল বন্ধু নেই, আমিতো সুখেই আছি। মনে মনে যদিও এটাই ভাবতাম কিন্তু আমার সুখের বা কষ্টের কথা গুলি কার সাথে সেয়ার করতে পারতামনা। তখন থেকেই আমি একজন ভাল বন্ধুর খোঁজ করতে লাগলাম।তখন ছোট থাকার কারনে ওইভাবে কারো সাথে মিশা হতনা। যাকে ভাল লাগতো তাকেই মনে মনে চাইতাম আর দোয়া করতাম। এইভাবে ৫ টা বছর কেটে গেল কিন্ত একজন ভাল বন্ধুও পেলামনা। দশম শ্রেণীতে পড়ার সময় একজন ভাল বন্ধু পেয়েছিলাম। আমার জীবনের সব কথাই তার সাথে সেয়ার করতাম। কিন্তু প্রায় ৩ বছর পরে কোন এক কারনে ওই বন্ধুটি আমাকে কোন এক কারনে ভুল বুঝে।তাকে অনেক অনেক অনেকবার জিজ্ঞাস করার পরেও ও আমাকে বলেনাই কেন আমাকে ভুল বুঝেছিল।
পরে আমি ভাবলাম আর কাওকে কোন দিন বেস্ট ফ্রেন্ড বানাবোনা। কারন বেস্ট ফ্রেন্ড লাইফ এ একজন ই থাকে। পরে আরও একজন কে পেলাম আমার মনের মতো। এই ফ্রেন্ড আমার আগের ফ্রেন্ড থেকে অনেক অনেক ভাল। ওই ফ্রেন্ড ও আমাকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে। এখন আমরা অনেক ভাল ফ্রেন্ড।
ফ্রেন্ড, হয়তো তোকে কথা গুলি কোনদিন বলা হবেনা কিন্তু তোর কাছে আমার অনুরোধ আমাকে কোনদিন ভুল বুঝিসনা।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ রাত ৯:৩৪