কবিতা - অজ্ঞান পার্টি ও একজন গার্মেন্টস কর্মী
সান্ধ্যকালীন ভ্রমন শেষে
ফিরতে ছিলাম মেসে
হঠাৎ শুনি আর্তনাদ
কেউ কাদছে রাস্তার শেষে।
কৌতুহলে এগিয়ে গেলাম
দিলাম ভিড়ে উকি
এক মহিলা কাদছেন সেথায়
সাথে ছোট্ট খুকি।
বুঝতে ব্যাপার চুপটি মেরে
ছিলাম মুখে চেয়ে
অঝোরে তিনি কেদে চলেছেন
অশ্রু নামছে চেয়াল বেয়ে।
ঘটনা সংক্ষেপ এই হল যে
গার্মেন্টসে করেন চাকরি
মায়ের অসুখে মেয়ের সাথে
ফিরতে ছিলেন বাড়ি।
সাথে ছিল কিছু... বাকিটুকু পড়ুন