হায়! হায়! একি হলো, এই ছিল কপালে?
কেঁদে বুক চাপড়ায় দুই হাতে গোপালে।
দুই-এ দুই-এ চার হলো মানুষের সংখ্যা,
কি হলো! কি হলো! এই মনে শংকা।
নির্ঘাত বড় কিছু, না হলে সে কি আর
চাপড়িয়ে বুক পিঠ কেঁদে হয় জারেজার?
এপাড়ার লোক করে ওপাড়াতে হায়! হায়!
গোপালের দুখে সবে বুক পিঠ চাপড়ায়।
দলবেঁধে ছোটে সবে গোপালের বাড়িতে,
আসমান ফাটে বুঝি লোকের আহাজারিতে।
বেলা বাড়ে, লোক বাড়ে, নেই আর তিল ঠাই,
হায়! হায়! করে সবে বুক পিঠ চাপড়ায়।
খুকি কাদে, খুকা কাদে, কাদে বুড়া বুড়িতে,
কান্নার স্রোত যেন নাহি চাহে ফুরিতে।
ভিড় হতে কোন জনে জিজ্ঞাসে গোপালে,
কাদ কেন ভায়া তুমি? কাদে কেন সকলে?
চোখ মুছে ভাঙা স্বরে গোপালে কেঁদে কয়,
ইঁদুরে ধুতি কাটে, কান্নার কথা নয়!
সাধ করে হাট ঘুরে কিনেছি যে সবে কাল,
হতভাগা টুকে দিল, দেখ তার একি হাল।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪১