কাব্য পালকি
হেইওরে হেইওরে
পালকি যায় হেলে ঢুলে
পালকি বলে কোথায় নয়া বঁধু
আনো তারে দেওনা পালকিতে তুলে ।
যা বলার বইলো পরে
আইজ যাইব কন্যা তার আপন ঘরে
করছে অপেক্ষা বাসরের ফুলগুলো
হেইওরে হেও
হইব বহু কথা
ভাগাভাগি করে নিবে আছে দুইজনার মাঝে যত ব্যথা ।
হেইওরে হেইও চলেরে পালকি চলে
তার... বাকিটুকু পড়ুন
