২০১৩ সালের প্রথম দিকে যাত্রা শুরু করে দেশের প্রথম সাহিত্য বিষয়ক নিউজ পোর্টাল ‘তুষারধারা ডট কম’ ( http://www.tushardhara.com )। কিছুদিন পরীক্ষামূলকভাবে চালুর পর পূর্ণ উদ্যমে শুরু হয় এটির কার্যক্রম। চলার পথে বড় ধরণের হোঁচট খায় হ্যাকারদের কবলে পড়ে। হারিয়ে যায় অনেক ডাটা। তারপর আবার শুরু হয় এটির কার্যক্রম।
দেশে সাহিত্য বিষয়ক অনেকগুলো সাইট থাকলেও সাহিত্য সংবাদ নিয়ে কাজ করার জন্য ‘তুষারধারা ডট কম’-ই প্রথম এগিয়ে আসে এবং উন্মক্ত করে ‘সাহিত্য সাংবাদিকতার’ দ্বার। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এই নিউজ পোর্টালের অনেক সাহিত্য সাংবাদিক।
সাহিত্য সংবাদের পাশাপাশি সাহিত্য কর্মও (ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, পত্রসাহিত্য, প্রবন্ধ-নিবন্ধ, গ্রন্থালোচনা, সাহিত্য পত্রিকা আলোচনা/পরিচিতি, সায়েন্স ফিকশন, সাক্ষাৎকার, নাটক/নাটিকা, ভ্রমণ কাহিনী প্রভৃতি) তুলে ধরার ব্যবস্থা রয়েছে সাহিত্য বিষয়ক এই নিউজ পোর্টালে।
সাহিত্য ব্যক্তিত্ব ও সংগঠনের সাহিত্য বিষয়ক সংবাদ পাঠিয়ে দিতে পারেন আমাদের বরাবর। সংবাদের সাথে ছবি দিতে ভুলবেন না।
সংবাদ এবং লেখা পাঠাবেন এই ঠিকানায়ঃ
[email protected]
অথবা
[email protected]