আজাইরা পেচাল পার্ট ওয়ান
__________________
চাঁদে সাঈদী কে দেখা নিয়ে কুত্তার পালের কুত্তারা কেউ কেউ করলো আর আমরাও আজাইরা ওদের কেউ কেউ দেখে মশকরা করতে গেলাম! আমাদের আসলেই কাজ কাম নাই

চাঁদে তো আসলেই সাঈদীকে দেখা গেছে ! এখনও বিশ্বাস হচ্ছে না?
বিশ্বাস করেন আমি নিজে দেখছি শুধুমাত্র বাংলাদেশের আকাশে সাঈদী দেখা গেছে অন্য দেশে কিন্তু ঐসময় চাঁদে চাদর মুড়ান ছিলো তাই কেও দেখতে পায়নি

আমার ছোট চাচা এক অদ্ভুত কায়দায় কু্ত্তাবাদীদের প্রতিহত করেছেন। জানেন কিভাবে??
ঘটনার পরদিন ( পড়ুন রটনা) আমার চাচাই মানুষজনকে ধরে ধরে বলেছে ভাই জানেন আমি না চাঁদে সাঈদীকে দেখছি (পড়ুন ছাইদী) , এক ঘন্টা তাক্কে ছিলাম ( তাকিয়ে ছিলাম) ।
মানুষজন চোখ গোলগোল করে বলে , সত্যি?
সত্যি , সত্যি আমি দেখছি, সাঈদীর মুখ ছিলো চাঁদে

তখন অনেকেই বলেছে ভাই আমাক (আমাকে) ছুঁয়ে বলেন আপনি দেখিছেন! (দেখেছেন)
ঐ! তোক ছুঁয়ে বলা আর ক্যালকুলেটর ছুঁয়ে বলার মধ্যে পার্থক্য কি রে????



না ভাই একবার ছুঁয়ে বলেন।
নে নে নে তোক ছুঁয়ে বললাম দেখিছি !
তখন লোকজন কি করছে জানেন??
সাথে সাথে রিপ্লাই করছে ধুর ভাই ! মিথ্যা কতা কচ্চেন আপনি ! (মিথ্যা কথা বলছেন আপনি)
মোরাল : আপনি যদি নিজে থেকে সন্দেহ প্রকাশ করেন বা বলেন আম বিশ্বাস করিনা, মানুষজন আপনাকে জোর করে বিশ্বাস করাতে চাইবে! আর আপনি এইরকম নাটকবাজিটা করেন তখন ধুর মিয়া মিছা কতা বলে মানুষজন নিজে থেকেই ভাগবে

আজাইরা পেচালনামা পার্ট টু
-------------------------------
ইন্দিরা গান্ধীর যদি কেউ ভক্ত হয় তাহলে তাকে এখন বাংলাদেশে পেতে হয় দালাল ট্যাগ , দ্য ভেরী ফানি ট্যাগ ভারতীয় দালাল

কেন পেতে হবেনা যে দেশে রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথ রচিত হবার কারনে জাতীয় গানকে নিয়ে ব্লগে ব্লগে খোঁচাখুঁচি চলে সে দেশে এটা কোন আজব বিষয় নয়!! ( আফটারঅল দে আর মালাউন ইয়ার

আজকে আইজূএর একটা স্ট্যাটাসের অংশবিশেষ হলো
--------------------------------------------------------------------------
উত্তর পাড়ার প্রাক্তন সর্দারের দল এটা- ককটেল নয় তারা একে ৪৭ এবং আর্জেস গ্রেনেডের রাজনীতি করেন!
-----------------------------------
উত্তরপাড়া মানে যে উত্তরবঙ্গ আর সর্দারটা কে তা তো বুঝতেই পারছি

আমি গত কয়েকদিন ধরেই ভাবছি উত্তরবঙ্গ থেকেই সবগুলা বদ পুলাপান উইঠা আসছে




কেউ জানি স্পেশালী খেয়াল না করে

আমরা এমন এক মূর্খের জাত যে আমরা এইষব বদ পুলাপাইন নিয়া বুক ফাটাইয়া গর্ব করতে বিয়াফক মজা পাই। আহারে কম গর্ব আমাদের?
আমার নিজ জেলা ছিলো বাংলা ভাইয়ের আস্তানা, আমার এলাকা লুচ্চা এরশাদের আবাসভূমি এত গর্ব রাখি কই???
আমরা কি কখনো মনে করি যে বিশ্বকবির পদধুলি কোনসময় নিয়মিত ছিল আমাদের জেলা নওগাঁর, ( না মনে করবো কেন? বেটা মালাউন মাথা ন্ষ্ট কি খাইয়া না খাইয়া জমিদারি বাদ দিয়ে কবিতা , গান লিখে বেড়াইছে

মজার বিষয় কি জানেন রবীন্দ্রনাথ সেই ব্রিটিশ আমলে এসে ঐ এলাকায় (নওগাঁয় শুধু এক নদী আর সাধারন মানুষ দেখে গিয়েছিলেন, এখনও তাই আছে, কি গর্ব আমাদের !) এত এত মহান সব রাজনীতিবিদ পেলাম আমরা নর্থবেঙ্গল থেকে, আর এই অবস্হা!!( আসলে উনারা রবীন্দ্রনাথের স্মৃতি অমর করে রেখে যেতে চেয়েছেন

নাহ বাঙ্গালীদের বেশী দোষ দেয়া যাবেনা , কারন ইয়েটস গীতাজ্ঞলীর ইনট্রোডাকশন লিখলো, বেটা রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পাইয়া বসিয়া থাকিল আর ইয়েটস এর পাইতে পাইতে যখন ১৯২৩ হইয়া গেল তখন ইয়েটস পর্যন্ত বকতে শুরু করেছিল যে কি খাইয়া যে ওসব ছাইপাসের প্রশংসা করেছিলাম তখন


মোরাল : এভরিম্যান ইজ হিংশুক এন্ড ছোটলোক লাইক বাঙ্গালীজ



চলবে ..................