ব্লগ এখন আমার একাকীত্বের সাথী, তাই ব্লগের একটা বেশ গুরুত্বপূর্ন স্হান আমার মনের আসনে।
অনেককেই দেখি প্রিয় ব্লগারদের নিয়ে পোস্ট দিতে, আমি কখনো দেইনাই, ভাবি আমার মত অধমের প্রিয় ব্লগার কে কে তা কেউ জেনে কি করবে
গতকালও একটা এরকম পোস্ট দেখলাম, ভাবলাম নাহ এবার আমি একটা এরকম পোস্ট দেবো।যদিও ব্লগে আমি সারাবছর নিয়মিত না তবে খুব একটা কম পোস্ট এতদিনে পড়া হয়নি, বরং আমার ব্লগিং জীবনের প্রথম দিকে আমি শুধু পোস্ট পড়েই যেতাম। অনেকেই আছে প্রিয় লেখকের তালিকায়। অনেককেই হয়ত সেভাবে মার্ক করে না করে রাখার কারনে ভূলে গেছি
আমার বিভিন্ন পোস্টে কমেন্টে কমেন্টে ইন্টারএ্যআকশনে অনেকের সাথে একটা ব্লগীয় বন্ধুত্বের তৈরী হয়েছে।
যা হোক আর দেরী না করে প্রিয় ব্লগারদের নাম ঘোষনা করা হলো
জুলভার্ন
মোঃমোজাম হক
নাফিজ মুনতাসির
ফিউশন ফাইভ
দূর্যোধন
হাসান মাহবুব
নীলঞ্জন
চেয়ারম্যান০০৭
আরজুপনি
অত্যন্ত ভালো একজন ব্লগলেখকের নাম মনে করে রেখেও শেষ পর্যন্ত আমি ভূলে গেছি।ইনার লেখা আমার ল্যাপটপ প্রায় দেড়বছর নষ্ট থাকাকালীন মোবাইলে কষ্ট করে হলেও পড়েছি
ইনি হলেন
মধুমিতা
এরা হলেন লেখার জন্য প্রিয়
হাসান মাহবুব প্রিয় মেলানকলির জগতের জন্য।
চেয়ারম্যান খুব হাসাতে পারেন, প্রায়ই ভাবি উনি না থাকলে ব্লগ পড়ে হাসতাম কি করে?
ফিফা হলো রহস্যমানব
দূর্যোধন মাশাল্লাহ! পাঠক মাত্রই জানেন
নাফিজ হোয়াট এ চিজ! অসাম একজন ব্লগার।
মোজাম ভাইয়ের সৌদী জীবনযাত্রার মত অন্যান্য প্রবাসী ব্লগাররা কেনো লেখেন না ভেবে পাইনা
জুলভার্ন ভাই ফিরে এলেন না, কিছু এ নিয়ে বলতেই ভালো লাগছেনা।
আর ভালো ভালো কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দিয়েছেন এবং তাদের আমি ব্লগবন্ধু বলেই গ্রহন করেছি তারা হলেন
আজনবী
**কুনোব্যাঙ**
একজন আরমান
মেঘনা পাড়ের ছেলে
কালা মনের ধলা মানুষ
সাঈদ হাসান মনির
তামিম ইবনে আমান
ঠানডুমিঞা
ঢাকাবাসী
শার্লক
জেমস বন্ড
যাযাবর৮১
রঙ তুলি ক্যানভাস
রাফাত নুর
তাশা
কাল্পনিক_ভালোবাসা
অচিন্ত্য
দেশের_কথা
সীমানা ছাড়িয়ে
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
Kawsar Siddiqui
পািতকাক
রাতুল_শাহ
লিনকিন পার্ক
আশরাফুল ইসলাম দূর্জয়
মাক্স
যার কারনে এতো এতো হিট লেখা সহজে খুঁজে পাই
আমি তুমি আমরা
আমাকে খুব অবাক করে দিয়ে প্রায় তিনবছর আগে লেখা আমার প্রথম পোস্ট থেকে আজ পর্যন্ত মনে রেখেছেন একজন ব্লগার অথচ লিস্টি করতে গিয়ে আমি নিজেই তাকে ভূলে গেলাম, একটু আগে উনি আমার ব্লগ ঘুরে গেলেন, লজ্জ্বা রাখি কোথায়?
মাহবুবুল আজাদ
আমি এরকম বলছিনা যে এরা ছাড়া আমাকে কখনও কেউ উৎসাহ দেয়নি, বা বাকিরা কেউ আমার বন্ধুনা!
সবাই আমার বন্ধু। তবে ইনাদের সাথে বারবার ইন্টারএ্যাকশন হয়েছে,এরা প্রায় আমার নিয়মিত পাঠক অনেকেই, তাই তাদের কথা একটু বাড়তি স্মরন করলাম
হয়ত অনিচ্ছাকৃত ভূলবশত অনেকের নাম মনে করতে পারিনি, মনে পড়লেই আপডেট হবে