দেশের এই জটিল পরিস্থিতিতে সকলেই আতঙ্কিত। ইভেন শেখ হাসিনা, খালেদা জিয়াও।
সকলেই ভাবছেণ কি করা যায়? কিন্তু ভেবে আর কি হবে? সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে। মানুষের আমল য়খণ খারাপ হয় তখণ অশান্তি তো অবধারিত। এক হাদীসের মাফহুম তোমরা সরকারকে দোষারপ করো না। সরকারও তো তোমাদের আমলের ফসল। আমাদের আমল যেমন হবে সরকারও তেমন হবে। (ইসলাহুল মুসলিমিন)
তাই আমি মনে করি হাসিনা খালেদা আমাদের আমলেরই ফল। আসুন আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু মানুষ যখণ সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবে তখন তাদের দোয়া ত দূরে থাক তাদের বুযুর্গদের দোয়াও কবুল হবে না। এই জন্য সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এই আমল আমাদের চালূ করতে হবে। সাথে সাথে ইমানী দাওয়াতের মাধ্যমৈ ইমান মজবুত করতে হবে যেমন করেছিলেন সাহাবীরা। যে কারনে যুদ্ধের ময়দানে ফেরেশতা নাযিল হয়েছিল। আর সংখ্যায় অেনক কম হওয়া সত্যেও বিজয় সাহাবীদেরই হয়েছিল।
এক বার মদীনায় দুর্ভিক্ষ হওয়ায় ওমর (রা) মিশরের গভর্নরের কােছ চিিঠ লিখলেন আর মিশর থেকে এত সাহায্য আসল যে উটের লাইনের প্রথম উট ছিল মদীনাতে আর শেষ উট ছিল মিশরে। কিন্তু তারাপরও দুর্ভিক্ষ দুর হলোনা। শেেষ এক সাহাবী স্বপ্ন যোগে রাসুল (স) কে দেখেলন েয রাসুল তাকে বলছেন আমি ত ওমর কে বুদদ্মিান ভেবেছিলাম। যখন ওমর (রা) এই কথা শুনলেণ তখন তিনি সবাইকে ডেকে বৃষ্টির জন্য নামায আদায় করলেন আর বৃষ্টি আসল আর মদীনার দুর্ভিক্ষ দুর হয়ে গেল। এই জন্য মুহতারাম ভাই আর দোস্ত বুযুর্গ আসুন আমরা মাখলূকের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকাই। আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহ তাআলঅর কাছে সাহায্য চাই।