শুধু লকডাউন নয় প্রয়োজন হলে কারফিউ দিতে পারেন সরকার। তবে এই দেয়ার ভিতরে সাধার মানুষদের
জন্যও কিছু পদক্ষেপ নেয়া প্রয়োজন সরকারের ।যেমন রেশন কাডের ব্যবস্থা,পাশাপাশি যারা হতদরিদ্র তাদের
জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী ও নগত অর্থ দিতে হবে। এবং যে সকল এলাকায় লকডাউন দেয়া হবে সেই সকল
এলাকার বাসার মালিক বাড়িওআলাদের বাধ্য করতে হবে যাতে বাসা বা বাড়ি ভাড়া মোকুপ করে দেয়। আর
সরকারের পক্ষ থেকে বিদুৎ বিল ও পানি এবং গ্যাস বিল মোকুপ করতে হবে । না হলে শুধু শুধু লকডাউন দিয়ে
গরিবদের হয়রানি করে কোনো লাভ নেই। আর যদি সাধারন মানুষদের সমস্যাগুলো সমাধান করে লকডাউন
বা কারফিউও দেন তাতে সকলের পক্ষে ভালো হবে।যাতে বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা না যায় সেদিকেও নজর
দিতে হবে সরকারের। করোনা টেষ্ট সহ বিনামূল্যে সকল ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা রাখতে হবে। আর সাধান মানুষ যদি গরে বসেই সকল চাহিদা পূরণ হয়
তাহলে কারো সাহস হবে না ঘর থেকে বের হওয়ার। যদি সকল চাহিদা পূরণ হওয়ার পরেও কেউ ঘর থেকে
বের হয় তখন তার বিরুদ্ধে আইনত কঠর ব্যবস্থা করা হবে । এই বিষয়গুলো যদি সরকার আমলে নিতে পারেন
তাহলে আশা করি লকডাউন দিলে করোনা ঝূকি থেকে আমরা সকলে বাঁচতে পারবো এবং লকডাউনও সফল
হবে ইনশাল্লাহ।
করোনা আবডেট তথ্য জানতে এই লিঙ্কগুলোতে যেতে পারেনঃ
বাংলাদেশের করোনা ভাইরাস আপডেট
পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে লকডাউন
করোনা ভাইরাস: 'রেডজোন' হলেই লকডাউন, থাকবে সাধারণ ছুটি
সোমবার থেকে ঢাকা-চট্টগ্রামসহ কয়েক জেলার ‘রেড জোন’ লকডাউন
রেড জোনে ঢাকার ৪৫ এলাকা