কত ভাঙ্গন, কত ধংশ,কত রক্তক্ষয় !
তবুও নীলাঞ্জনা নামক নীল দেবীদের জয়,
আর দেবী পুজারী মত্য দেবদের পরাজয় ।
মত্য দেবরা কত যে অসহায়,
সেটা বলে বোঝানো কারো সাধ্য নাই,
সব শেষে মত্য দেবদেরই সব দোষ সব দায় ।
আর নীলাঞ্জনা নামক নীল দেবীরা,
সদা পবিত্র থেকে ফুল পুষ্প আর দেবাঞ্জলির সৌরভতা ছড়ায় ।
শুনেছি দেবীদের মন মোমের মত নরম হয় !
প্রদিপ জ্বালিত মোমগুলো,অগ্নিশিখার তাপে গলে পানি হয়,
কিন্তু নীলাঞ্জনা নামক নীল দেবীদের মন না নরম না তরল,
নীল দেবীদের বাহির থেকে দেখতে ভাবা হয় যতটা সরল,
কিন্তু ভিতরে তারা তার চেয়েও বেশি ছলনাময়ী আর গড়ল ।
কত যে আহাজারি,
তবুও কমতি নাই নিশি রাতে সদ্য ফোটা ফুলে নীলাঞ্জনা নামক নীল দেবীদের পুজারী ।
তবু কি পুজা থেমে আছে ?
পুজা চলছে অবিরত ।
নীলাঞ্জনা নামক নীল দেবীদের মন বোঝা,
আর মেঘাছন্ন রাতের অন্ধ গহরে চাঁদ খোঁজা !
নাহ! নীলাঞ্জনা নামক এই পাথর নীল দেবীর মন গলানো নয় এত সোঁজা ।
ছবি: গুগল ।