নীড়ের নিবির কোলে,
দিন শেষে ফিরে রাত,
দিনে আলোতে বিলিন হয়ে যাওয়া ভাঙ্গা স্বপ্নময় পাখি গুলো ফিরে আসে নিজ বাসায়,
মধ্য রাতে নতুন কোনো স্বপ্ন বাঁধার আশায় ।
ঘ্রান হাতছানি দিয়ে ডাকছে,
হাসনা হেনারা আজ বেশ অসহায় এই ভেবে ভেবে,
আজ তাদের ঘ্রান নেয়ার মত কোনো ঘ্রান বাজ নেই পাশে !
ঘ্রান মিটাবে আজ কোন রাত জোনাক পোকার পিপাসা,
অসহায় রাত পাহারাদার ফুলগুলো কাঁদে একবুক দীর্ঘ নিস্বাসে ।
একবুক তৃষ্ণায় ভিমর গোলাপ আর বাগানি ফুলেরা,
খুঁজে খুঁজে ক্লান্ত মধু আহরনের মৌরাজদের,
এক সময় তারা মধুর ভান্ডারে কতই না ছিল রতন্য !
অথচ আজ যেন মৌরাজদের কাছে তারা খুবই অবহেলিত খুবই লঘন্য ।
ছবি ইন্টারনেট।