আপডেট জানেন?
হাসনাত-সারজিস এ যাত্রা বেঁচে গেল....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ির পেছনে থাকা এই গাড়িকে ধাক্কা দেয় ট্রাক। এ ঘটনায় কেউ আহত হননি । ছবি: প্রথম আলো
আপডেট জানেন?
আপডেট জানেন?
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২১
১৪টি মন্তব্য ০টি উত্তর
কামাল১৮ বলেছেন: ঘরে থাকাই নিরাপদ।বের হলে একদিন না একদিন বাটে পড়ে যাবে।অনেক মৃত্যুর কারণ তারা।
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কঠিন শাস্তির আওতায় আনতে হবে।
মেহবুবা বলেছেন: আল্লাহ্ উত্তম হেফাজতকারী।
কাঁউটাল বলেছেন: @নান্দাইলের ইউনুছ, "এই ছাগলগুলিরে পরেরবার নিশ্চয়ই আপনেরা মাইরা ফেলবেন। এই যাত্রায় বেঁচে গেছে বলে আপনারা বলতেছেন যে কপাল খারাপ।" তার মানে আপনাদের কপাল খারাপ। হে হে.......আসলে শকুনের দোয়ায় গরু-ছাগল মরে না। তবে এইখানে আপনেরার জইন্য আমার একটা কুশ্চেন। মনে করেন আপনেরার শকুন বাহিনীর দোয়ায় দুই একটা ছাগল মরল। পরেরবার এই ছাগলের বদলে বাঘ অথবা কুমির অথবা এরচেয়েও খারাপ কিছু আসবে না - এইটা কিভাবে এত নিশ্চিত হইলেন?
শেরজা তপন বলেছেন: ট্রিপিক্যাল র এর স্টাইল ট্রাক দিয়ে ট্রাক দিয়ে তাদের ৭০ গাড়িকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করা। এবার মনে হচ্ছে শুধু সিগন্যাল দিয়ে গেল। যেকোনো হাইওয়েতে ওদের খুব সাবধানে চলতে হবে- এভাবে বহু হত্যা হয়েছে।
ডার্ক ম্যান বলেছেন: শেরজা তপন বলেছেন: ট্রিপিক্যাল র এর স্টাইল ট্রাক দিয়ে ট্রাক দিয়ে তাদের ৭০ গাড়িকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করা। এবার মনে হচ্ছে শুধু সিগন্যাল দিয়ে গেল। যেকোনো হাইওয়েতে ওদের খুব সাবধানে চলতে হবে- এভাবে বহু হত্যা হয়েছে।
শেরজা তপন ভাই মনে হচ্ছে "র" স্পেশালিস্ট।
শেরজা তপন ভাই মনে হচ্ছে "র" স্পেশালিস্ট।
শেরজা তপন বলেছেন: আগের মন্তব্যে অনিচ্ছাকৃত অনেকগুলো ভুল হয়েছে। র য়ের কার্যকলাপ নিয়ে অনেক আর্টিকেল পড়েছে আমি এবং এসব নিয়ে অনেকের সত্য বর্ণনাও আছে। বাংলাদেশে প্রচুর হত্যাকাণ্ড হয়েছে এমন। তাদের আরেকটা হত্যার স্টাইল হচ্ছে ছাদ থেকে ফেলে দেয়া।
আজকেও হাসনাতের গাড়িতে ঠিক একই ভাবে ট্রাক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
আজকেও হাসনাতের গাড়িতে ঠিক একই ভাবে ট্রাক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
মেহবুবা বলেছেন: আজ আবার হাসনাতের গাড়ীতে পিক আপের ধাক্কা, টিভিতে দেখলাম। কি যে হচ্ছে!
রাজীব নুর বলেছেন: এটা জাস্ট একটা দূর্ঘটনা। নাথিং সিরিয়াস।
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ছবিতে যা দেখলাম, গাড়ির বাম পাশে ধাক্কা লেগেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্ট্রগামগামী ট্রাক নিজের লেন বদলে সামনেই থাকা পাজেরো কে সাইড দিয়ে পিছনের কার এর বাম পাশে ধাক্কা দিলো ! হিসেবে মেলে না । এটা শুধু কার নিজেই যদি উষ্টা খায় তবে হতে পারে।
আদিত্য ০১ বলেছেন: এরা এই ১০০ দিনে পাজেরো গাড়ি পাইয়া গেছে, ১ বছর পর মনে মার্জিডিজ বা অডি নিয়ে ঘুরবে, নাহ আসলে এই দেশে ছাত্র নেতা বা যেই নেতাই হওয়া যায় কোটি টাকা হাতের মুঠোয়
আলোচিত ব্লগ
সিঙ্গেল বোর্ড কম্পিউটিং
বিগত বেশ ক'বছর ধরেই প্রযুক্তি বাজারে সিঙ্গেল বোর্ড কম্পিউটার (এস.বি.সি.) এর বেশ রমরমা অবস্থা চলছে। যারা প্রযুক্তি নিয়ে খোঁজ-খবর রাখেন তারা হয়তো জেনে থাকবেন মূলত রেসবেরী পাই ফাউন্ডেশনের উৎপাদিত পাই... ...বাকিটুকু পড়ুন
বাউল এবং ইস্কনের দর্শন-সংস্কৃতি ইসলামের জন্য হুমকি - রিপ্লাই
সুন্দর লিখেছেন।।
ইস্কন ও বাউল এক নয়।।
কিন্তু আপনি যা বুঝাতে চাচ্ছেন তার সাথে আমি অনেকটাই একমত। কিছু মানুষের ইসলামের নামে অন্য মতাদর্শীদের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সুক্ষ্ম কৌশলে নির্যাতন ও নিপীড়ন... ...বাকিটুকু পড়ুন
ইসকনের ইতিহাস, উদ্দেশ্য, এবং সমালোচনা: একটি বিশ্লেষণ
‘ইসকন (ISKCON)’ নিয়ে কোথাও একটি পূর্নাঙ্গ আর্টিকেল নাই। খাপছাড়া কিছু ভিডিও, কিছু আর্টিকেল খুঁজে খুঁজে দেখতে ও পড়তে হচ্ছে। পাশাপাশি এই সংগঠনের সাথে জড়িত বা এই সংগঠন সম্পর্কে যারা... ...বাকিটুকু পড়ুন
ভারত সীমান্ত দিয়ে বোমা তৈরির রাসায়নিক সরঞ্জাম ঢুকাচ্ছে সমীকরণটা আপনারাই মিলিয়ে নেন
গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানা অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ( ১৭৫০ কেজি সালফার ) এবং এক বস্তা ভাঙা কাচ উদ্ধার করেছে। তদন্তে জানা যায় এই রাসায়নিক দ্রব্য গুলো... ...বাকিটুকু পড়ুন
১. ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৩ ০