নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে - বিশেষ করে ভূয়া খবর - মিথ্যা খবর বা মিস ইনফরমেশনে দেশ ছেয়ে গেছে। কয়েকদিন আগে বাজার চলছিলো সরকার ৩ নভেম্বর পদত্যাগ করবে - তথ্যসূত্র চন্দন নন্দী - যার প্রায় সব তথ্যই মিথ্যা প্রমানিত হয়েছে। এখন দেখলাম - বাংলাদেশের পোষাকের উপর কয়টা দেশ নিষেধজ্ঞা নিয়েছে।
যেহেতু রিকল (RECALL) বিষয়টা সাধারন মানুষ জানে না এবং একদল চাইছে নিজের নাক কেঁটে হলেও সরকারের বিপদ হউক - তারা এই মিথ্যাচারের সহজ শিকারে পরিনত হয়েছে - গতকাল টিভির টকশোগুলোতেও দেখলাম - কানাডার রিকল বিষয়টাকে বুঝতে অক্ষম হয়েছে অনেকেই।
বস্তুত - কানাডায় এইটা একটা সাধারন ঘটনা - যে কোন পন্য যে কোন ধরনের ঝুকির কারন হলে ফেডারেল সরকার রিকল করে - সেইটা গাড়ীর থেকে সামান্য গ্রোসারীর আইটেম হতে পারে - এতে ম্যানুফেকচারারের উপর কোন দায় নাও বর্তাতে পারে।
২| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৩
নূর আলম হিরণ বলেছেন: এটা হেলথ হেজার্ড এর উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পণ্যের উপর রিকল করেছে। ইভেন এটা কাস্টমার থেকেও কোন কমপ্লেইন আসে নাই। স্বপ্রণোদিত হয়ে ফেডারেল সরকার এই উদ্যোগ নিয়েছে, এটা খুবই সাধারণ ঘটনা। অনেক মিডিয়া ইচ্ছে করে মিস লিডিং হেডলাইন দিয়েছে। আবার অনেকে অজ্ঞতাবশত এমন কাজ করেছে।
৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:০১
কামাল১৮ বলেছেন: সব থেকে বড় মিথ্যাচার করেছে বিএনপি,একজনকে বাইডেনের উপদেষ্টা বানিয়ে।
৪| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ কবে ভালো সময়ের মধ্যে দিয়ে গেছে?
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: কন্সপিরেসী থিয়োরীতে সয়লাব বাংলার আকাশ বাতাস।