নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক দিন ধরে চলছে গনহত্যা - গাজা ভুখন্ডে মানুষ মরছে বেঘোরে - জায়ানিষ্টতের টার্গেট পুরো জনগোষ্ঠীকে হত্যা অথবা বিতারিত করে ভুখণ্ডটি দখলে নেওয়া।
প্রতিবাদ হচ্ছে নানান ভাবে - কিন্তু বাংলাদেশের সরকার - রাজনৈতি দলগুলো প্রতিক্রিয়া দেখতে পেলাম না।
যারা সব সময় ইসলামের পক্ষের সংগঠন বলে দাবী করছে - মুসলিম সমাজের এই কঠিন অবস্থায় তাদের কোন প্রতিবাদের শব্দ কি শুনা গেলো?
২| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:০৭
কামাল১৮ বলেছেন: এখন আমেরিকা আমাদের পরম বন্ধু।তারা আছে আমাদের উদ্ধার কর্তা হিসাবে।তাই চুপচাপ আছে।কোন কথা বলতে গিয়ে আবার ভিসা নীতির আওতায় এসে যায় বলা যায় না।মাঠে সরব না থাকলেও ফেসবুকে সরব আছে।
৩| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের ইসলামী সংগঠন বা দলগুলি আন্তর্জাতিক অঙ্গন থেকে দূরে আছে। সেটার কারণ হতে পারে অজ্ঞতা, স্বার্থপরতা কিংবা আত্মকেন্দ্রিকতা। আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম নিয়ে কোন ইস্যু সৃষ্টি হলে এদেরকে খুঁজে পাওয়া যায় না। শুধু ধর্মীয় বিষয়ই না ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশের মানুষ প্রতিবাদী না। নিজের গায়ের উপরে বিপদ না আশা পর্যন্ত আমরা নিশ্চুপ থাকি।
প্যালেস্টাইনের সহিংসতা অনেকটা এরকম। সেটা হল একজন নারীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ শেষে নারীটা ঘ্রিনায় ধর্ষণকারীর মুখে থু থু দিয়েছে। সমাজ ধর্ষণের বিচার না করে থু থু কেন দিল সেটার বিচার করছে। ১৯৬০ সাল থেকে ফিলিস্তিন ধর্ষিত হচ্ছে। কেউ কিছু বলছে না। কিন্তু মাঝে মধ্যে যখন তারা থু থু দেয়ার চেষ্টা করছে তখন সেটার বিচার করছে বিশ্বের বিচারকেরা। তারা ধর্ষিতাকে ধর্ষণকারীর সাথে বিয়ে দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছে। তাদের কথা হল থু থু তুই দিতে পারবি না। শান্তির জন্য তোদের মধ্যে বিয়ে করিয়ে দিচ্ছি।
৪| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের অবস্থান কি?
আসলে বাংলাদেশের জনগন নিজেরাই চিপায় আছে।
৫| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ২:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
হামাস এক জিনিস ফিলিস্তিন আরেক জিনিস। মূল ফিলিস্তিনিরা জর্ডান নদীর পশ্চিম তীরে থাকে। তাদের কোন ক্ষতি হচ্ছে না।
গাঁজা সমুদ্রের একটি বিচ্ছিন্ন ছিট মহলের মত। গাজা দখল করেছে হামাস জঙ্গিরা।
হামাস ব্রাদারহুডের মত একটি সন্ত্রাসী গোষ্ঠ ী। হামাস ধ্বংস হোক
৬| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১১
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: বাংলাদেশ এখন মাইঙ্কার চিপায় আছে। নিজেরাই তহ দ্রব্যমূল্য নিয়ে যুদ্ধে আছে।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:০০
সোনাগাজী বলেছেন:
সরকারের সাথে ইসরাইলের ব্যবসা আছে; যারা হামাসকে সাহায্য করতে চায়, তাদেরকে নিজ চেষ্টায় যেতে হবে। পাকিস্তান আমলে মানুষ নিজ চেষ্টায় পিএলও'তে গেছে; বাংলাদেশের শুরুতেও গেছে!