নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে বর্তমান তো নয়ই - অদূর ভবিষ্যতেও গনতন্ত্রের কোন সম্ভাবনা দেখিনা - কথাটা কঠিন হলো সত্য। আর তার পিছনে বড় দুইটা কারন আছে :
১) বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এখনও সামন্ততান্ত্রিক উপাদান সক্রিয় আছে - তার প্রতিফলন সর্বত্র - জমিদার - প্রজা সম্পর্ক সমাজের মুল কাঠামো বিদ্যামান - তার কারনে রাজনৈতিক দলগুলো পুরো সামন্তপ্রথা অনুসরন করছে্ - হাই কমান্ড থেকে দল পরিচালিত হয় - হাইরাইকির নীচের দিকে শুধুমাত্র আদেশ পালন করা ছাড়া কোন কিছু করার নেই। যেমন গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো নিয়মিত নেতা নির্বাচন ও পলিসি নির্ধারনে কাউন্সিলের মিলিত হয় - সেখানে ভোটের মাধ্যমে নেতা আর নীতি নির্ধারিত হয়। বাংলাদেশের রাজনৈতিকদলগুলি যেন পৈত্রিকসূত্রে জমিদারী - বাপ দল তৈরী করে - ছোট হউক বড় হউক - সন্তান সেই দলের মালিক বনে যায় উত্তারিধার সূত্রে। এরা শুধুমাত্র ভোটকেই গনতন্ত্র বিবেচনা করে - যার মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায় বা ভাগভাগি নিশ্চিত করা যায়। এরা সুযোগের অভাবে সুষ্ঠ নির্বাচনের কথা বলে - সুযোগ পেলে ভোট জালিয়াতি করতে কোন ভুল করবে না। এমন কি উচ্চশিক্ষিতের মাঝেও এই রোগ আছে - যেমন আইইবির ভোট।
দ্বিতীয় কারন হলো - তেল আর পানি এক সাথে মিশে না - অনেকের ভুল ধারনা আছে যে গনতন্ত্রিক অধিকার অসীম - তাদের অনুরোধ করবো সাম্প্রতিক কানাডার সংসদের ঘটে যাওয়া ঘটনার দিকে নজর দিতে - এক নাৎসী ইউক্রিনীয় ভলানটিয়ার ( বাংলাদেশের রাজাকারের সমতুল্য) যে কানাডায় বাস করছিলো - গত সপ্তাহে সংসদে তাকে রাশিয়ার বিরুদ্ধে ২য় বিশ্বযুদ্ধে বীর যোদ্ধা হিসাবে সন্মান জানানো হয় - ফলশ্রুতিতে স্পীকারকে পদত্যাগ করতে হয়। দুর্ভাগ্য বাংলাদেশের রাজাকাররা দেশে প্রেসিডেন্ট - প্রধানমন্ত্রী - মন্ত্রী - সাংসদ সব পদেই বসেছে। এর ফলে দেশে একটা কঠিন রাজনৈতিক বিভাজন তৈরী হয়েছে এবং পরষ্পর বিরোধী দুই দল - যারা নিজেদের মাঝে সমঝোতা করার চেয়ে নির্মূলে বিশ্বাস করে - কেউ গ্রেনেড দিয়ে - কেউবা মামলা দিয়ে। তাই গনতন্ত্রের সীমা যতক্ষন পর্যন্ত ১৯৭১ সাল পর্যণ্ত সীমিত না হবে ততদিন গনতন্ত্র নামের সোনার হরিনের জন্যে দেশ আর মানুষকে অনেক ক্ষতি সহ্য করতে হবে।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৪
আহমেদ জী এস বলেছেন: আ. স. ম. জিয়াউদ্দিন,
গনতন্ত্র এমন একটি চিজ যাকে নিজের স্বার্থমতো যখন তখন এভাবে ওভাবে সংজ্ঞায়িত করা যায়। বাংলাদেশের গনতন্ত্র আপনার ১ নম্বর কারনে বলা উপাদান সমূহে সমৃদ্ধ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
যারা দেশের তালেবানীর শাসন চায়। এদের মাধ্যমে কখনোই একটি গণতান্ত্রিক আন্দোলন সফল হবে না।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০
নতুন বলেছেন: আমাদের দলেই যেহেতু গনতন্ত্র নাই তাহলে দেশ কিভাবে গণতন্ত্রিক হবে?
দেশে রাজতন্ত্র চলছে চলতেই থাকবে।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০০
ফেনা বলেছেন: কে শুনবে কার কথা। যাদের শুনার কথা তারাইত এই সব করে বেড়াচ্ছে। সব কপাল আমরা এই দেশে জন্মেছি সাথে পেয়েছি এক ঝাক চোর, বাটপার, দূর্নীতিবাজ।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
কামাল১৮ বলেছেন: আধা সামন্ততান্ত্রিক মননে বেশি।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৫
সোনাগাজী বলেছেন:
১৯৭১ সালে যারা দেশ চাহেনী, তাদের মাঝে পরিচিত মুখগুলোকে রাজনীতি থেকে দুরে রাখার দরকার।