নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

To call me \"awesome\" is an understatement.

ওয়ান টাইপ

To fight. To die. Enjoy the afterlife.

ওয়ান টাইপ › বিস্তারিত পোস্টঃ

আয়নাবাজির সেয়ানাবাজি

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০১

Changsoo (Tumbleweed) ২০১২
আয়নাবাজি (Aynabaji) ২০১৬

যারা অনেক পরিশ্রমী, শেখার প্রবল আগ্রহ আছে এমন অনেক সুরকার, গায়ক পৃথিবীর অনেক দেশের অনেক ভাষার অনেক গান শুনে থাকেন। কীভাবে একজন সুরকার মেলোডি, তাল লয় -আমি ওসব কম বুঝি - মেলান, কীভাবে একজন গায়ক সুরের সাথে তার টোন কম্বাইন্ড করেন। এসব শেখেন, ধারণা নেন। তেমনি অভিনেতা, পরিচালক, ক্যামেরাম্যান, আরও অনেক টাইপের ক্রুরা অনেক মুভি দেখেন। হিন্দি বাংলা ইংলিশ স্পেনিস ফ্রেঞ্চ কোরিয়ান চাইনিজ নানান দেশের নানান ভাষার মুভি। - কেন এমন করেন? আগেই বলেছি। ক্যামেরাম্যান ক্যামেরাম্যান থেকে শেখেন, নায়ক নায়ক থেকে শেখেন, মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট থেকে শেখেন, পরিচালক পরিচালক থেকে শেখেন।
তো এমনটা করতে গিয়ে কিছু কিছু মুভির আইডিয়া মাথায় ধরে যায়, ভাল লাগে, ভোলা যায় না। তীব্র ইচ্ছা যাগে আমিও এমন থিম নিয়ে একটা মুভি বানাবই বানাবো। নিজের কিডনি বেঁচে হলেও। এমন জেদ কিন্তু আসে, মানতে হবে।
তো ঐ পরিচালক নিজে যখন একটা মুভি বানানোর কাজে হাত দেন, ঐ মাথায় থাকা আইডিয়াই কিন্তু সম্বল, সাথে মাল-মসলা মিক্সড করেন। মাল মসলা = কেউ যেন নকল না বলতে পারে। অথবা মাল মসলা = ক্রিয়েটিভিটি।
একে চুরি বলা অন্যায়, আবার মৌলিক বলাও বোকামি।
একজন আরেকজনের প্রতিভা থেকে শিখবে, ইন্সপায়ারড হবে এটা দোষের কিছু না।
স্টুডেন্টরা টিচার থেকে শিখবে, তাদের হাতের লেখা তাদের উচ্চারন স্টাইল ফলো করবে এটাই তো একটা ভাল স্টুডেন্টের গুণ।
সেই স্টুডেন্ট একদিন বড় হয়ে নিজেও স্টুডেন্টদের টিচ করাবেন। যা ভাল নিজে শিখেছেন, তা অন্যকে শেখাবেন।

আমার নিজেরও, আনকমন থিমের মুভি দেখলে ইচ্ছে করেএমন একটা মুভি যদি বানাতে পারতাম।
ভাল জিনিসের, ভাল কাজের কখন কপি হয় না।
মিলে গেলেও, ভাল ভালই, নিজের নিজের অবস্থানে ভাল। ভাল।

IMDB থেকে দুইটার স্টোরিলাইন দিলাম -

১. "Chang-Soo makes a living by serving prison time for other people's crimes."
২. "Ayna is an actor and the prison is his stage. He slips into the characters of the powerful convicted in exchange of money and take their place in prison."

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বলিউড যেখানে কপি ছাড়া থাকতে পারে না, সেখানে আমরা তো...

২| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন:
প্রতিটা কাজই পূর্বের হওয়া কাজগুলো থেকে অনুপ্রাণিত হয়েই করা। অন্য কারো থেকে মৌলিকত্ব দেখলেই নিজের মাঝখানে মৌলিকত্ব জেগে উঠে।
তাই ইন্সপায়ার্ড হওয়াকে আমি মৌলিকত্বই বলব। তবে সেটার জন্য ইন্সপায়ার্ড কোন ভাবে হয়েছে সেটাও দেখা দরকার। কাহিনী থেকে ইন্সপায়ার্ড হলে পূর্ণ মৌলিকত্ব বলা যাবে না, আবার কাহিনী এগিয়ে নেওয়ার ধারা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের কাহিনীকে ঐ ধারায় রাখতে চাওয়াকে মৌলিকত্বই বলা যায়। কারণ, কাহিনী তো নতুন।

আয়নাবাজিও সেরকমই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.