নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

গরমান্ত দুপুরের আলাপ

২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা বলতে পারছেন না। যে গরম পরেছে, সবাই পুকুর পাড়ে গোল হয়ে বসে আড্ডা দিলে ভাল হত। সাথে গরম চা, গরম কম লাগত মনে হয়। শুনেছি গরমে গরম কাটে।
আড্ডা ডেয়ার জন্য, ব্লগে কমেন্টের জন্য ওয়েট করতে হত না। কারো জন্য ওয়েট করা সবচেয়ে কস্টের ব্যাপার। এটি আগে বুঝতাম বেশি, মাঠে পুরো টিমের জন্ ওয়েট করতে হত, কখন সবাই আসবে, একসাথে খেলা যাবে। আজকাল সেই সমস্যা নেই। একই বাসায় , চার রুমের বাসাতে চার জন মানুষ যার যার মোাবাইল নিয়ে ব্যাস্ত।এই ব্লগের মতই , একই ঘরের মানুষরা একে অপরের সাথে টেক্সট করে প্রশ্ন উত্তর করে। আগে দাওয়াত পেতাম। অমুকের জন্মদিন, অমুকের বিয়ে, মানুষ সরাসরি ফোন করতো, বাসায় এসে দাওয়াত দিয়ে যেত। এখন কি একটা বের হয়েছে- ইভেন্ট প্লানার, এরা ইভেন্ট তৌরি করে, কারো বাসায় আসতে হয় না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াত দেয়া হয়ে যায়। দাওয়াতে কি ইলিশ পোলাউ কখনো খেয়েছি? মনে করতে পারছি না। তবে আমার নানিজান পদ্মাপাড়ের মানুষ ছিলেন। আমাদের ইলিশ মাছের পোলাউ খাওয়াতেন , সে স্বাদ এখনো মুখে লেগে আছে। সেই নানিজানের আদরে আমরা নাতি সকল অনেক মধুর শৈশব পার করেছি। বৈশাখ মাসের দুপুরের গরমও অত গরম মনে হত না। তবে আবহাওয়া সত্যি পরিবর্তন হয়েছে। এল নিনো/ লা নিনোর প্রভাবে ঘন ঘন ঠান্ডা , গরম বা অসময়ের বৃস্টি হচ্ছে।

একটি প্রেডিকসন করে লেখা শেষ করছি। এই গরমের সাথে সাথে শেয়ার বাজারও কাল গরম থাকবে, চিপ তৈরি করার কোম্পানী গুলো গরম গরম মুনাফা বানাবে। আপনারা অনুমান করে নিন।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন তো সময় স্মার্ট
শুধু স্মৃতিরা দুধভাত----------
ভাল থাকবেন

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

কালো যাদুকর বলেছেন: সময় আমাদের একটু স্মার্ট করে দিক। দিন দিন বোকা হয়েযাচ্ছি। :)

২| ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ঠিক আছে।

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২০

কালো যাদুকর বলেছেন: কি ঠিক আছে? :)

৩| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১১

অধীতি বলেছেন: ঈদ, পহেলা বৈশাখ, জন্মদিনের মত প্রভৃতি অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ পত্র ও কার্ড বিতরন হতো। বিয়ে পর্যন্ত এগুলো টিকে ছিলো তাও শেষ হয়ে গেছে।

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২২

কালো যাদুকর বলেছেন: আর বলেন না ভাই, সব কেমন শর্ট আর ফার্স্ট হয়ে গেছে।

৪| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বর্তমান সমস্যাই এগুলো। মানুষ মূলত একা। একা হয়ে গেছে ইচ্ছে করেই :(

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

কালো যাদুকর বলেছেন: টেকনোলজি আরেকটা কারণ এরকম হওয়ার জন্যে। ছেলে বাপকে বলে : আমাকে ১০০০ টাক দ্যাও টেক্ট করে। বাপ ছেলেকে বিকাশ করে দেয়।
বাপের সাথ ছেলের দেখা হয় না। কি আর বলব।

৫| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫৯

ঢাবিয়ান বলেছেন:

চা সিঙ্গারা নিয়ে আড্ডা দিতে আসলাম। :-B ।আপনি পুকুর পারের একটা ছবি দিয়ে দেন পোস্টে । তাহলেই তৈরী হয়ে যাবে আড্ডার পরিবেশ :`>

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

কালো যাদুকর বলেছেন: আরে আরে একেবারে আমার পাশে এসে বসেন।এত্ত মজার সব খাবার??!!
পুকুরের একটি ছবি দিব।

৬| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ভাবের আদান-প্রদানের সুবিধা চেয়ে এডমিনের কাছে আবেদন করুন।

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

কালো যাদুকর বলেছেন: টমাস আলভা এডিসন সাহেবের বাসায় গেছিলাম, ওনার ল্যাব এগেছিলাম। উনি নেই। মনে হয় পটল তুলতে গেচেন।:)

৭| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

কামাল১৮ বলেছেন: বিভিন্ন জন বিভিন্ন কারনে ব্লগে আসে।আমি আসি আন্নন্দ পেতে।ওয়াজে যেমন বিনোদন থাকে কিছু ব্লগারের লেখায় তেমন বিনোদন থাকে।

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

কালো যাদুকর বলেছেন: বিনোদন দরকার আচে।

৮| ২৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই ব্লগও এক সময় রমরমা ছিল!
আহা সে দিন কোথায় গেল! ভালো থাকবেন।

২৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

কালো যাদুকর বলেছেন: আহা আহা। সময়ের সাথে সবই বদলায়।

৯| ০১ লা মে, ২০২৪ সকাল ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগে এখনও পড়ার এবং ব্যস্ত থাকার মত অনেক কিছুই থাকে। শুধু পাঠকেরা মন্তব্য করার ব্যাপারে আরেকটু মনযোগী এবং উদার হলে ব্লগ আবার সরব এবং ব্লগাররা সক্রিয় হয়ে উঠবে। একই কথা লেখকদের প্রতিমন্তব্য করার ব্যাপারেও প্রযোজ্য।

০২ রা মে, ২০২৪ সকাল ১০:০৩

কালো যাদুকর বলেছেন: স্যার, কিন্তু পরিবর্তণ আসছে সবকিছুতে আজকাল। শুনেছি আজকাল নতুন জেনারেশন নাকি ফেসবুকের স্যাটাসও দেখে না। শুধু সর্ট ভিডিও ভল্গ দেখে।

একমত প্রতিউত্তর ও মন্তব্য এদুটোই দরকারি।

আরেকটা ফিচার আনা যেতে পারে, লাইভ উত্তর।

১০| ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: এখন ঠান্ডা পানীয় ভালো চলবে। দারুন ব্যবসা করবে। মানুষ একা সব সময় বুঝে না মাঝে মাঝে বুঝে কিন্তু।

০২ রা মে, ২০২৪ সকাল ১০:০৪

কালো যাদুকর বলেছেন: আমার প্রেডিকশন ভুল হয়েছে আজকে। আপনারটাই ঠিক - তরমুজ ও আখের রসের ব্যবসা ভাল চলার কথা।

১১| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ আড্ডা জমেছিল তো !
আপনার কালাজাদু আর অল্প একটু ডোজ বাড়িয়ে দিন দেখবেন দলে দলে সবাই হামিলনের বাশিওয়ালার পিছুপিছু এখানে চলে আসবে।

শুভ কামনা।

০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:০২

কালো যাদুকর বলেছেন: দেরিতে আসলেন।

আড্ডা আবার জমবে। যাদুতে না হোক, কথাতে, বা দুস্টুমিতে জমবে আবার আড্ডা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.