নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

To call me \"awesome\" is an understatement.

ওয়ান টাইপ

To fight. To die. Enjoy the afterlife.

ওয়ান টাইপ › বিস্তারিত পোস্টঃ

The Omen - অশুভ সংকেত। এক বিষাক্ত ফুলের ফুটে ওঠার সংকেত।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬


"ডেমিয়েনের আরেকটা অস্বাভাবিক দিক হচ্ছে কথা সে খুব কম বলে। ধরতে গেলে কণ্ঠস্বর সে ব্যাবহারই করেনা। খুশি হলে নিঃশব্দে গালে টোল ফেলে হাসে আর দুঃখ পেলে নিরবেই ফোঁটা ফোঁটা চোখের জল ফেলে।"
অশুভ সংকেত (The Omen) ১ম খণ্ড, পৃষ্ঠা ১৪।
আমার পড়া সবচেয়ে ভয়ঙ্কর হরর বই The Omen.
বাংলায় অনুবাদ পড়েছিলাম। "অশুভ সংকেত"।
অ্যান্টি খ্রিস্ট।
শয়তানের পুত্র। শয়তানের প্রতিনিধি। যাকে দিয়ে পুরো পৃথিবী থেকে খ্রিস্ট মুছে শয়তানের রাজত্বকে প্রতিষ্ঠা করার এক অশুভ প্ল্যান। সঙ্কেত ৬৬৬।
মুভিও আছে। The Omen ১৯৭৬ সালের। অসাধারন মেকিং। বইয়ের মত আবহ, ভয় পরিবেশ।
এক প্রভাবশালী পরিবারে জন্ম। তারপর ধীরে ধীরে আসল পরিচয়ে ফুটতে থাকা একটি বিষাক্ত ফুলের কাহিনী। তারপর ধীরে ধীরে এক জন এক জন করে মৃত্যুর কলে ঢলে পড়া। সেই সব প্রতিটা মৃত্যু- ক্লুলেস, রহস্যজনক।
ডেমিয়েন। এই নামটাই আমার কাছে আতঙ্কের হয়ে যায় যখন বইটা পড়ছিলাম। ডেমিয়েন। মা বাবার ভীষণ ভীষণ প্রিয় নাম। নিজের জীবনের চেয়েও প্রিয় মানুষটির। জন্ম জুন ৬, ভোর ৬ টায়। কপালের উপর চুলের মাঝে সেই চিহ্নটা।
অশুভ সংকেত।
তিনটি খণ্ড।
তিনজন লেখক- ১ম ডেভিড সেলজার, ২য় জোসেফ হাওয়ার্ড, ৩য় গরডন ম্যাকগিল।
সেবা প্রকাশনী অনুবাদ- কাজী মাহবুব হোসেন।
এক নিঃশ্বাসে পড়তে পারিনি। এক বসায় পড়ে ফেলেছি প্রথম খণ্ড। ক্লাস সেভেন পড়তাম তখন। তারপর বাকি দুইটা খণ্ড খুঁজতে গিয়ে পেয়ে গেলাম এক সাথে তিনটা খণ্ড। কিনে ফেললাম। কখন বাসায় যাব। কখন পড়ব। সইছিলনা। অনেক রাত হয়ে গেছিলো পুরোটা শেষ করতে করতে। মনে হচ্ছিল, ডেমিয়েন বুঝি পৃথিবীতেই আছে। হয়ত একদিন সিংহাসনে বসে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। ভাবতাম আর ঘুম হতো না।
আমার একটা অভ্যাস ছিল, (এখনও আছে) বইয়ে যা পড়তাম, যে ঘটনা যেভাবে লেখা থাকতো, সেভাবে নিজের কল্পনায় ভিডিও দেখতে পেতাম। কীভাবে পাদ্রিটা ঝড়ের মধ্যে ** (spoiler)__ কীভাবে ফটোগ্রাফার ছবিগুলো দেখে আঁতকে উঠছে__ সে এক অদ্ভুত অনুভূতি।
Horror at its best.

The Omen এ আপনাকে স্বাগতম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.