নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

To call me \"awesome\" is an understatement.

ওয়ান টাইপ

To fight. To die. Enjoy the afterlife.

ওয়ান টাইপ › বিস্তারিত পোস্টঃ

বাবা হাজীসাব, ছেলে হানিসিং - সুখি পরিবার

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪

বাবা মা কিন্তু ভীষণ ধার্মিক। দেখলেই বোঝা যায়। মায়ের মাথায় হিজাব, বিরাট বোরকা পড়া, বাবা সাদা পাঞ্জাবী, মুখে দাড়ি, হাতে একটা তসবিহও আছে, আতরের ঘ্রাণ।
তাহলে সমস্যাটা কি?
আমি কি বলেছি একবারও কোন সমস্যার কথা?
তাহলে?!
আরেহ বোকা, তাতে কি, তাদের সাথের মেয়েটা না হয় জিন্স প্যান্ট পড়েছে, টাইট জিন্স, টি-শার্ট, হাতে ফাঙ্কি ব্রেসলেট, আর সারাক্ষণ আইফোন সিক্স নিয়ে কি যেন টেপাটেপি করছে আর কিছুক্ষন পর পর পয়াং পয়াং সব্দ আসছে, মে বি কার সাথে চেটিং করছে। করতেই পারে, মডার্ন জামানা।
বাবা মা ধার্মিক, হাজী হলেই যে মেয়েকেও ধার্মিক বানাতে হবে এমনতো কোন কথা নেই।
ছেলেটাওতো...
আরেহ তো কি হয়েছে, ছেলেটাও না হয় হানিসিং কাত দিয়েছে তার চুলে, হাতে অনেকগুলো রাবার ব্যান্ড, সব সময় ইংরেজিতে কথা বলে, বাংলাও ইংরেজিতে বলে, এব্বু, মাম্মি, থমরা থাকো, আমি একটু বাইরে জেবো, আমার এক বাডির বাসায় ট্রিট এছে।
?
এক কথা কতবার বলব? বাবার মুখে দাড়ি হাতে তসবিহ গায়ে আতর থাকলে কি ছেলে গুচ্চি পারফিউম ইউজ করতে পারবেনা? বাবা আরবিতে নামাজ পরতে পারলে তার ছেলে কি ইংরেজিতে এব্বু মাম্মি বলতে পারবেনা?
এটা ক্যাম..
শোন, তারা সুখি পরিবার। আর হ্যাঁ, দেশটাকে ১৪৫০ বছর পিছিয়ে দিসনা, দেওয়ার চেষ্টাও করিসনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬

ওয়ান টাইপ বলেছেন: ওয়েলকাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.