নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

To call me \"awesome\" is an understatement.

ওয়ান টাইপ

To fight. To die. Enjoy the afterlife.

ওয়ান টাইপ › বিস্তারিত পোস্টঃ

ইন্টারেস্ট ভাল, সুদ ভাল না

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

"‪টাকা‬ পাঠাই, ইন্টারেস্ট পাই" ক্লোজ আপ ছবি। ‪মুখভরা‬ হাসি।
বিকাশের এড।
খুব গর্ব করেই ‪ঘোষণা‬ করছে ওরা ইন্টারেস্ট দেয়, আর সেই ‎ইন্টারেস্ট‬ পেয়ে গ্রাহকরাও বেজায় খুসি।
কিন্তু যদি "ইন্টারেস্ট" এর বদলে "সুদ" লিখত, ব্যাপারটা একটু অড লাগতো বৈকি। যেখানে ‪ধর্মীয়‬ ‪দৃষ্টিকোণ‬ থেকে সুদ দেয়া আর নেয়া সম্পূর্ণ হারাম, কবিরা গোনাহ।
‪‎ইংরেজিটা‬ শুনতে বেশ স্মার্টই লাগে। কিন্তু বাংলাটা শুনলে কেমন যেন পাপ পাপ মনে হয়।
ওরা ‪সুদ‬ দিয়ে নিয়ে বিজনেস করে করে বিরাট কোম্পানিতে পরিণত হয়েছে, আর আমরা ওই ‪স্মার্ট‬ শব্দের অন্তরালে কি পরিমাণ ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা জেনেও না জানার ‪ভান‬ করে মুখ ভরে হেসেই যাচ্ছি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আহমাদ ফিরোজ বলেছেন: আমি মুখ দিয়ে খাইনা...... নাকের দু আঙ্গুল নিচের ছিদ্র দিয়ে খাই।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

ওয়ান টাইপ বলেছেন: ইন্টারেস্ট খাওয়া তো কোন পাপ না ভাই, এটা সিভিলাইজেসনের স্ট্যান্ডার্ড একটা প্রসেস। সুদ তো অন্যকিছু, যা আমি খাইনা। কিন্তু ইন্টারেস্ট পেলে লুটেপুটে খাই। :v

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৩

আওণ বলেছেন: এই চেহারাটা শুধু দেখেছি! আর চিন্তা করেছি! আমার চিন্তা আপনার লিখায় ফুটে উঠলো!!
ধন্যবাদ জানবেন লেখক।

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

ওয়ান টাইপ বলেছেন: :) হালালের সন্ধান করি ঠিকই, কিন্তু ঘুরে ফিরে হারামটাই চুজ করি।

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: মহাজনী সুদের আর এখনকার ব্যাংকের সুদের ভেতরে কি কোন তফাৎ আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.