নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা প্রায় সবাই যে যার মত করে নিজের জায়গায় ছোট-খাট একজন স্বৈরাচারী।
হাসিনার পাওয়ার বেশী, ও বড় স্বৈরাচারী, আর আমাদের যাদের যেমন পাওয়ার আমরা সেই মাপের স্বৈরাচারী।
কেন এই কথাটা মনে আসল বলি। একটা উদাহরন দেই: গতকাল অনেকেই হয়ত একটা ভিডিও দেখছেন, একজন স্বঘোষিত “সিনিয়র সিটিজেন” ভীষণ রেগে গেছেন, বাচ্চাদের তুই-তোকারি করছেন; কেন? ছাত্ররা তার গাড়ীর ড্রাইভারকে U-টার্ন না নিয়ে একটু দূরে গোল চক্কর থেকে ঘুরে আসতে বলেছে! এই হচ্ছে ছাত্রদের অপরাধ, যারা স্বচ্ছাসেবক হিসাবে ট্রাফিক কন্ট্রোল করছিল। সে তার ড্রাইভারকে বলেছে “অগো ওপর দিয়া গাড়ী চালায় দে” “চিনোস আমারে তোরা” ইত্যাদি ইত্যাদি। যেই না আপনার অসুবিধা হলো আপনি হাসিনা হয়ে গেলেন!
আমাদের মনের ভিতরে নানান ছদ্মবেশে এই স্বৈরাচারী উপাদানগুলি লুকিয়ে আছে। মনের পরতে পরতে জমে থাকা আমাদের পরিবার, স্কুল, সমাজ থেকে পাওয়া এই ক্ষতিকর নেগেটিভ মনোভাবগুলিকে প্রশ্ন করতে হবে, আত্মজিজ্ঞাসার মত, আচ্ছা আমার মনের মধ্যে যে হাসিনা আছে তাকে ক্লিয়ার করি কেমনে?
১৪ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:২৬
ধোয়াটে বলেছেন: "প্রায়" যুক্ত করেছি
২| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৬
নয়া পাঠক বলেছেন: উনি নিশ্চয় বিগত আমলের স্বৈরচারী সন্ত্রাসী সরকারের কোন পদলেহনকারী উপকারভোগী ছিলেন। এজন্য তার আচার আচরণটাও ওদের মত বদলে গেছে। দেশে এখন আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যার যার পারিপার্শ্বিকতা বিবেচনা করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যের বিপদে এগিয়ে যেতে হবে, তবেই আমরা সত্যিকারের গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।
৩| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৪০
আরশাদ রহমান বলেছেন: জাতিগত ভাবে আমারা সবাই দুর্বল নীতিতে চলি। যে যখন সুযোগ পাই শোষণ করি। আমি দেই রিকশাওয়ালা রে ঝারি, রিকশাওয়ালা আবার দেয় তার চেয়ে যার বল কম সমাজে তারে ঝারি।
৪| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৭
ধুলো মেঘ বলেছেন: ছাত্রদেরও তো ভুল ছিল। তারা সেই সিনিয়র সিটিজেনকে গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করালো না কেন? তাহলে তো তার সিনিয়রগিরি বেরিয়ে যেত।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৪৭
কামাল১৮ বলেছেন: অনেই স্বৈরাচারি কিন্তু সবাই না।