নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজপথগুলি রাজার জন্য উন্মুক্ত করে দিতে হবে; রাজা কে? রাজা রিক্সাওয়ালা।
রাজা মুটে দিনমজুর ফেরীওয়ালা হকার ছাত্র জনতা।
কথায় কথায় হকার উচ্ছেদ, রিক্সা চলবে না অমুক রাস্তায় তমুক রাস্তায়। এইসব বন্ধ করতে হবে।
বরং শহরের ভিতর প্রাইভেট কার বন্ধ। বৈদেশিক মুদ্রা খরচ করে প্রাইভেট কার আমদানী বন্ধ।
ফুটপাথগুলি প্রশস্ত করে সব রাস্তায় হকার বসতে দিন। জনগন নিত্যপ্রয়োজনীয় পণ্য ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা ফেরীওয়ালা হকারদের কাছ থেকে কিনবে; বড় বড় ডিপার্টমেন্টাল ষ্টোর বন্ধ করে দিন।
মন্ত্রী সাংসদ আমলা এদের গাড়ী দেয়া বন্ধ করুন। প্রোটকল দেয়া বন্ধ করুন। এদের বুঝতে হবে যে তারা জনগনের সেবক , প্রজাতন্ত্রের সেবক। বাল্য শিক্ষায় এই বোধটা, এই ভাবটা, এই ইমেজটা অন্তর্ভুক্ত করুন।
গণপরিবহন বৃদ্ধি করুন। মন্ত্রীরা সাংসদরা আমলারা অফিসে আসবে সাইকেলে, রিক্সায় অথবা গণপরিবহনে। সচিবালয়ে কোন গাড়ী ঢুকবে না। গাড়ী চালিয়ে, পতাকা উড়িয়ে বুক ফুলিয়ে কেউ কোন সরকারী অফিসে ঢুকবে না। মন্ত্রী আমলা সাংসদ আম-জনতা সবাই এক কাতারে পায়ে হেঁটে সরকারী দপ্তরে ঢুকবে।
মন্ত্রী আমলাদের দাপ্তরিক কাজের বাধ্যতামূলক অংশ হবে পাবলিকের সাথে কথা বলা।সরকারী দপ্তরে সচিবালয়ে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা সময় রাখতে হবে মন্ত্রী সচিবদের জনগনের অভিযোগ শোনার জন্য; সরকারী দপ্তরে সিটি হল আয়োজন করতে হবে কমপক্ষে সপ্তাহে একবার, যেখানে জনগন তাদের চাহিদা পেশ করবে আর মন্ত্রী সচিবরা বসে নোট নিবে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারনের জন্য আর সেখানে জনগনের সামনে মন্ত্রী সচিবরা সাপ্তাহিক প্রতিবেদন দিবে তাদের সব ধরনের প্রজেক্টের অগ্রগতির বিষয়ে। সরকারী দপ্তরে জনগনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সরকারকে জনগনের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। মন্ত্রী আমলাদের বুঝতে হবে জনগনই রাজা, আর তারা জনগনের অর্থে প্রতিপালিত সেবক মাত্র।
এঁদের কথা ভুলে যেয়েন না।
২| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০২
ধোয়াটে বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমার/আমদের স্বপ্নটাকে সমর্থন করার জন্য।
৩| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১০
শেরজা তপন বলেছেন: জনগন কি শুধু রিক্সা চালাবে আর ফুটপাথে মাল বেচবে? জনগন আর কি কি করবে সেগুলো উল্লেখ করুন।
এই যে বড় বড় ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তরা-এরা মিলিয়ন মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছে, এদের কি দায় ঠেকেছে পায়ে হেটে রিক্সায় চলে ফ্যাক্টরি/অফিস যাবার। তারা যেমন বৈদেশিক মুদ্রা আয় করছে তেমনি ব্যায় করার যোগ্যতা রাখে। আপনি জনগনের সরকার বলতে গিয়ে একেবারে গুলিয়ে গেলেছেন।
সরকার/মন্ত্রী/ সচিবদের সিকিউরিটি কে দিবে -আপনি দিবেন? এরা গনপরিবহনে চলাফেরা করলে এদের সিকিউরিটির অত্যাচারে আপনার নাভিশ্বাস উঠে যাবে। যেখানে হাসিনা গনভবনের মত জায়গায় বসে নিরাপদ বোধ করেন না। উনার বিমান ভারতের অভ্যান্তরে যাবার পরেও ভারত তার সিকিউরিটি নিয়ে চরম উদ্বিগ্ন থাকে- যেখানে বঙ্গবন্ধু, জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় এতো সিকিউরিটির মাঝেও নিহত হন, সেখানে আপনি বলছেন গনপরিবহনে যাতায়াতের জন্য।
যা বলবেন ভেবে চিন্তে বলেন; পৃথিবীর কোথাও সাইকেল রিক্সার জন্য রাজপথ নয়- আলাদা লেন থাকে। একজন ব্যাক্তিগত গাড়ির মালিক আজীবন শুধু তার গাড়ি রাখার অপরাধে অন্য সব ট্যাক্স ফাইন বাদে আজীবন ৩০ থেকে ৮০ হাজার টাকা 'এডভান্স ইনকাম ট্যাক্স' দেয়। একটা গাড়ি দেশের অভ্যান্তরে ঢুকতে গেলে তার মুল্যের ৩০০% ট্যাক্স কোষাগারে দিতে হয়- এই টাকাগুলো কি আপনার ওই বিদ্যুতচালিত কোন নিবন্ধন ছাড়া রাস্তার নিয়ম কানুন সন্মন্ধে অপটু রিক্সাওয়ালা দিবে?
জনগনের সরকার- সরকার জনগনের, জবাবদিহিতামূলক সরকার ও মানুষের পরিপূর্ণ বাক স্বাধীনতা দরকার। যে যেমন সৎ আয় করবে এবং সরকারকে ট্যাক্স দিবে তার ব্যায় করার অধিকার ততটুকুই থাকার দরকার। স্বাধীনতা যেমন একজন মজুর রিক্সাওয়ালা/ দিনমুজুর ভোগ করবে তেমনি একজন ধনবান/ শিল্পপতিও ভোগ করবে , তবে তা অবশ্যই একটা আইনি কাঠামোর মধ্যে।
৪| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার চিন্তায় সমস্যা আছে সেই সঠিক বলেও মনে করিনা
৫| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৯
ধোয়াটে বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন: আমি ৯৮% গরীবের কথা বলেছি ২% ধনীর কথা বলি নাই।
আমরা অনন্য হতে পারি, অভূতপূর্ব হতে, অন্যদেশ যা কোনদিন পারেনি, যা কোনদিন ভাবেনি, আমরা সেইরকম কিছু করতে পারি, আমাদের ছাত্র জনতা বিপ্লব করেছে, স্বৈর শাসকের জালেমের হাত থেকে মুক্ত করেছে, কাজেই অভাবিত পূর্ব আউট অফ দ্য বক্স আমরা অনেক কিছুই করতে পারি।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪
নয়া পাঠক বলেছেন: আসল গণতান্ত্রিক দেশে জনগণই সত্যিকারের রাজা, সকল ক্ষমতার উৎস। আর আমাদের দেশেও সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রয় করে ১৯ লক্ষ কোটি টাকা লোপাট, সরকারী পিয়ন-ড্রাইভার ১০০০ কোটির মালিক এসব আর চলবে না এই বাংলায়। সরকারী কর্মকর্তা-কর্মচারী অবশ্যই জনগণের সেবক, তাদের সেটাই করতে হবে।
আপনার প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, এটা বর্তমান সরকারের কাছে পাঠানোর জোর দাবী জানাচ্ছি। অথবা না পাঠানো গেলেও পোস্টটি স্টিকি করে তা সকল দালাল ও চামচাদের মাথায় ভালোভাবে প্রবেশের সুযোগ করে দেওয়া উচিত।