নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিও চেয়েছিলাম মনে মনে
একদিন জীবনের গল্পগুলি
সেলুলয়েডের কবিতা হয়ে
মানুষের চোখ হয়ে মগজের প্রকোষ্ঠে
ঢুকে যাবে শিরা উপশিরায় হৃদয়ের অলিন্দ গলে
তেমন কবিতা লিখি মনে ছিল সাধ
কিন্তু হায় হলো না আহা
তেমন কবিতা লেখা সেলুলয়েডে
বিশৃঙ্খলায় কেটে গেল একটা জীবন
কিছু শুরু একটা বিন্দুতেই থেমে থাকে
ক্রমে রেখা হয়ে ওঠেনা
কেবল সম্ভাবনার একটা বিন্দু হয়ে
বসে থাকে শ্রোয়েনডিঙ্গারের বিড়ালের মত
লেজগুটিয়ে, নেতি আর ইতির মাঝখানে
ডিপজল সিনেমায় যেমন নাচে
তেমন সিনেমা আমিও চেয়েছিলাম বানাতে
যেখানে আমার ভাবনাগুলি নাচবে,
সেই নৃত্যের ছন্দে নেচে উঠবে বাঙলার
খেটে খাওয়া শ্রমিক কৃষক মজুর
যেমন নেচেছিল মুজিবরের ডাকে
তেমন সিনেমা পারে ডাক দিতে
‘জাগো বাহে কোনঠে সবাই’
একদিন মরা নদীর বুকে জোয়ার আসবে
সিনেমার কবিতায়
কাঁদো নদী কাঁদো
তোমার কাঁদা দরকার
২| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: নতুনত্ব আছে।
৩| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সিনেমা বানানো আজকাল খুব সহজ গেছে। ডিজিটাল ক্যামেরা আর ইউটিউব আছে।
৪| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে। আশা করি কবি একদিন সেলুলয়েডের কবিতাও লিখে ফেলবে যেখানে কবির ভাবনাগুলি নাচবে।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:০২
ধোয়াটে বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ২৩ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:০৩
ধোয়াটে বলেছেন: তাই? মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ২৩ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:০৬
ধোয়াটে বলেছেন: একটা ক্যামেরা কিনে শুরু করে দিতে হবে, কি বলেন? উদ্বুদ্ধ করার জন্য ধন্যবাদ
৮| ২৩ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:০৯
ধোয়াটে বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য আর সুন্দর মন্তব্যের জন্য
৯| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ভাবনার কাব্যিক প্রকাশ। + +
আপনার ভাবনাগুলোও একদিন সেলুলয়েডের ফিতেয় কবিতা হয়ে নেচে উঠুক!
সাড়ে চুয়াত্তর এর মন্তব্যটি ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় প্রকাশ