নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের এই ধোঁকা যায় না কিছুতেই
শতাব্দীর পর শতাব্দী দূরে তুমি থাক
অথচ মনে হয় এই পলকেও তুমি দীপ্ত
কখনও মোমের কোমল আলোর মত
কাঁপছো আমার চোখের তারায়
কখনও দাউ দাউ আগুনের মত
আমাকে কী ভীষন পোড়াও
কখনও প্রগাঢ় অন্ধকারে তুমি
সুদূর নীল নক্ষত্রের দীপশিখা
আমার দীর্ঘ শীতরাত্রীর
তুমি কেবল একমাত্র ওম
তবু জানি একান্তে
সবই আমার কপোল কল্পনা
আমার অস্তিত্বের ভরকেন্দ্রে
আমারই আঁকা একটি পিলার
আমার একমাত্র নির্ভর
মহাপ্রলয়েও অটল
আমার চির সত্য চির জাগরুক মিথ্যা
১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৫১
ধোয়াটে বলেছেন: এইভাবে ভাবতে পারলে খুব ভাল হতো
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: চারদিকে যখন খরা, নিজে হই নদী;
ব্যথা পেয়ে ভাবি- এই ভালো, আমি ব্যথা দিইনি।