নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মত দেশগুলিতে যেখানে সরকারের প্রপাগান্ডা মেশিন(১) ততটা শক্তিশালী নয়, পশ্চিমা উন্নত দেশগুলির তুলনায় ব্যবস্থাপনা/প্রাতিষ্ঠানিক কাঠামো দূর্বলতর হওয়ার কারনে জনগনের মগজ ধোলাই সম্পূর্ণ সম্পন্ন করা যায়নি, এখনও মানুষ রাজনৈতিকভাবে পুরোপুরি নিস্ক্রিয় নিস্তেজ হয়ে যায়নি, তারা এখনও শুধু দর্শক আসনে বসে থাকতে চায়না, এখনো মগজের ভিতরে চোখের তারায় সমাজ বদলের আকাঙ্খা চিকচিক করে।
তবে মগজ ধোলাই জারী আছে, আর মগজ ধোলাইয়ের পাশাপাশি লাঠির বাড়ি, জেল, জুলুম, আর বিচার বহির্ভূত হত্যার হুমকি।
সতর্ক থাকুক, যা বলছেন, যা ভাবছেন, যা করছেন, তার কর্তা কি আপনি, নাকি আপনি মাত্র ক্রিড়নক। আমাদের শরীর ও মন রাষ্ট্র অধীন করতে চায়, আমাদের স্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে।
অধীনতায় নগদ পুরষ্কার মিলছে, দাসত্বের ব্যবসা শেষ হয়নি। কিন্তু স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা, অন্যায়, জুলুম, শোষন, নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো না কেন, চুপ করে থাকবো কেন। জ্বলি না উধুম কিত্তাই।
(১) আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের একজন স্থপতি, হ্যারল্ড লেসওয়েল, সমাজবিজ্ঞানের এনসাইক্লোপিডিয়াতে এই বলে সাবধান করেছেন: বুদ্ধিমান সংখ্যালঘুকে “জনতার অজ্ঞতা আর নির্বুদ্ধিতাকে” চিনতে হবে আর “মানুষই তার নিজের ভাল’র সেরা বিচারক এই গণতান্ত্রিক ডগমায়” ভুললে হবে না। তারা নয়, আমরাই সেরা বিচারক। জনতাকে নিয়ন্ত্রন করতে হবে, তাদেরই ভাল’র জন্য, আর অধিক গনতান্ত্রিক সমাজ, যেখানে শক্তি প্রয়োগ করা কঠিন, সামাজিক ব্যবস্থাপকগণ সেখানে প্রয়োগ করবে, “নিয়ন্ত্রনের নতুন পদ্ধতি, প্রধানত প্রপাগান্ডার মাধ্যমে”। -সম্মতিহীন সম্মতি, নোম চমস্কী ( কীভাবে তথাকথিত গনতান্ত্রিক রাষ্ট্র জনগনের সম্মতি আদায় করে সেই অপকৌশল ব্যাখ্য করতে গিয়ে)
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৯
বিটপি বলেছেন: ফেসবুক এবং ব্লগের যুগে এসব চমস্কি ফমস্কি কোন কাজে আসবেনা।