নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.পলায়নপর বাতাস
তোমাদের নগ্নতা দেখি
বন্ধ জানালার কাচের শার্সির
বাঁধা উজিয়ে
কামনার বিজল মাখানো চোখে
তোমাদের মাংসল
কোমলতা কাঁপতে থাকে
বিজিত
বাসনার বাতাসে
কম্পমান আমাকে দেখে
হাসিতে হাসিতে
তবু আমি আত্মমর্যাদাহীন
অবনত মস্কক
কুকুরের মত
অপলক দেখে নেই
এই অপূর্ব উন্মোচন
পলায়নপর
তোমাদের স্তনের জঘণের
কোমল দৃঢ়তা
২. ঝুনঝুনি
আমার ছেলেবেলায়
একটা কাঁঠাল গাছ
ঝুনঝুনির মত বাজতো
আমি কান পেতে শুনতাম তার বাদন
মনে হত একটা পাখি হয়ে
আমিও একটা নিঝুম ডালে বসে
ঘুঙুরের মত এই সমবেত সঙ্গীতে মিলে যাই
ঐকতানে বাজতে থাকি
আত্নহারা ভুলে
৩. আবার যদি হলো দেখা
আবার একদিন কোনদিন
দেখা হয়ে যায় যদি
শতাব্দীর নিরবতা ভেঙ্গে
আমাদের কিছু সৌজন্যের
খড়কূটো বিনিময় হতে পারে
আর কিছু নয়
নিরাপদ দূরত্ব থেকে
তোমাকে এক চামচ
হয়ত একটুকুখানি চেখে
মরিচনুন মেখে
স্বপনচারিনীর হাত ধরে
চলে যাব দূরে
তোমাকে রেখে দিয়ে
জীবনের হারানো পথে
সেই স্বপনচারিনী তুমি
কিন্তু তুমি নও
তোমারই আদল ভেঙ্গে
আমারই আঁকা ছবি
©somewhere in net ltd.