নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস তোমার
অনড় অটল।
যমুনায় পদ্মায় বহে যাক
অগুন্তি কিউসেক জল,
তাতে কী আসে যায়!
মাটি বড় দিকভ্রান্ত করে,
মায়া মরিচীকায়।
ইন্দ্রিয়সকল-
সন্দেহাতীত নয়,
অকিঞ্চিত্কর।
তাতে ভর? করে ডর!
তপ্ত রোদে সেঁকে
মাটি খোঁড়া,
মরার খুলি ধরে
নাড়ানাড়ি,
এ যে বেশী
বাড়াবাড়ি!
বরং বন্ধ করে
সব ইন্দ্রিয়ের “ডোর”,
হেঁটমুন্ডু হয়ে শোনো
আকাশবাণী!
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: বাহ !!!