নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
সোনার ফুল ফুটে আছে তোমার সারাদেহে
নীল নদীর মত তরঙ্গসঙ্কুল
আমি তুলতে গেলে
দেহদেউলি ভেঙ্গে
বন্যার স্রোত
আমি
সমৃদ্ধজলে খুঁজি খঁড়কূটো
সন্তরন
ভুলে
২.
বিকালের আলোতে তোমার মুখে
কেমন অজানা অশরীরি ছায়ার ভর
মৃত্তিকার টান ছেঁড়া নির্ভার পাখায় আকাশচারীর বিষন্ন বৈভব
তুমি হও দেবী সুবর্ণ কিশোরী
নাগালের অধিক সুদূর
২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭
মিনহাজুল পলক বলেছেন: ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩
মুসোবিহা বলেছেন: বাহ।