নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানীর,শখ মরেছে শখ মরেছে
ঊপায় হবে কি,
অনেক ভেবে রাজা মশাই
ডাকেন জৌতিষি !
খুব প্রভাতে,গভির রাতে
রাজপ্রাসাদে বসে,
কষ্টি পাথর ভুতের আছর
নানান হিসাব কষে !
দিনের পরে দিন চলে যায়
রাতের পরে রাত,
গুনেই চলেন জৌতিষ মশাই
মাথায় দিয়ে হাত!
নতুন হিসাব ধরে এবার
সমাধানের আশায়,
রানীকে তার কাছে এনে
দুহাত মেলে বসায়!
হাতের রেখা চোখের ভাষা
বাদ কিছু না যায়,
কুল না পেয়ে জৌতিষ এবার
ভীষন নিরুপায়!
মনটি তাহার ভীষন খারাপ
ভাবেন একা বসে,
রাজা মশাই রেগে গেলেই
দন্ড দেবেন শেষে!
মনের কথা পরতে মনে
এক লাফেতে ঊঠে,
রাজার কাছে ছোটেন জৌতিষ
বাঁকা হাসি ঠোঁটে!
কহেন জৌতিষ "জাঁহাপনা,
বেয়াদবি না নেবেন,
ছোট মুখে বড় কথা
মাফ করিয়া দেবেন!"
"প্রিয়তম পাখির খাঁচার
দরজা খুলে রাখুন,
আপনার হলে আসবে ফিরে
সে আশাতেই থাকুন!!
২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।বেশ ছন্দময় ।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৩
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ