নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
১
হরতাল অবরোধ অবিরাম চলছেই,
চলছেই চলবে নেতারা তা বলছেই।
জনগন সাথে আছে ভয় নেই কিছু আর,
গদি ছেড়ে পালাবেই ঝুলে থাকা সরকার।
গ্রেনেড আর পেট্রোল গোটা কয় ছুড়লেই,
ষ্মমতাটা হাতে আসে তাজা প্রান পুড়লেই।।
২
কিছু বাস গাড়ি আর লোক না হয় পুড়ল.
আরও কিছু পেট্রোল বোমা না হয় ছুড়ল।
হরতাল অবরোধ মানে না তো সরকার,
জনগন সাথে আছে মানার কি দরকার।
বোমাবাজ, পিকেটার সাবধান সাবধান,
নাশকতা ছেড়ে দে, চলছে অভিযান।
৩
জনগন ভাবে বসে, কখন মোরা জনগন,
সরকারে গেলাম আবার, বিরোধীতে সমর্থন।
করজোড়ে বলি, তোরা অবরোধ তুলে নে,
কাজ করে খেতে দে, অভিযানও ছেড়ে দে।
মাফ চাই মাফ চাই, জনগন বলছি,
ঘরে বসে পেটে নয়তো বাসে বসে জ্বলছি।
্
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
আমি বন্দি বলেছেন: ভালো হয়েছে কবিতা ।