নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
সরকারকে ধন্যবাদ জানাই, এই লিষ্ট প্রকাশের জন্য। পুরা ডাটা দেখলাম, বাংলা ইংরেজী মেশানো এবং অনেক তথ্য এখনও সম্পূর্ন হয় নাই, তবে চেষ্টা আছে বুঝতে পারলাম, জেলা অনুসারে ফিল্টার করে ফেনী দেখলাম, ৮ জন শহীদ, আমাদের উপজেলার একজন আছে। এই বীরদের ছবি, মৃত্য তারিখ, কোথায়, কিভাবে সহ আরো অনেক তথ্য যোগ হবে নিশ্চয়। শহীদদের আত্মীয়রা ডাটা আপডেট করবে এবং এখনো যারা নানা কষ্টে আছেন বা যোগ হয় নাই তারাও যোগ হবেন নিশ্চয়।
যাদের এখনো কোন পরিচয় পাওয়া যায় নাই, তারাও অজ্ঞাত হিসাবে আসুক। এটা নিশ্চয় কঠিন কাজ, কোন ভুয়া যেন এই লিষ্টে প্রবেশ করতে না পারে, এরা জাতির সুযোগ্য সন্তান, এদের অবদান চীরকালের জন্য লিপিবন্ধ হউক। পাশাপাশি যারা চোখ হারিয়েছেন, শরীরের অংগ হারিয়েছেন তাদেরও আলাদা করে নাম আসুক, আসুক যারা আহত হয়ে কষ্ট পেয়েছেন তাদেরও।
খবরের কিছু অংশ তুলে দিচ্ছি। আজকের কাগজ থেকে -
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জনের শহীদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ০৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই বা সংশোধন অথবা পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ, প্রতিনিধিগণকে অনুরোধ করে বলা হয়, প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো।
প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা হলো— (ক) শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) /জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। (খ) রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। (গ) প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে। (ঘ) পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে। (ঙ) প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন। (চ) দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হল কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মধ্যে যদি কারও নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক/সিভিল সার্জন/উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
(ভাল কাজ, সরকার এগিয়ে চলুক, সব হবে তা নয়, আমরা চেষ্টা ও সততা দেখতে চাই)
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: হ, তোরে জিগাইয়া লিষ্ট করবো।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১০
শাহিন-৯৯ বলেছেন:
এই সমান্য আন্দোলনে কি কারণে এত মানুষের মৃত্যু হলো, ইহার তদন্ত হওয়ার দরকার আছে। ইচ্ছা মতো লিষ্ট প্রকাশ করলেই হবে না। কথা ঠিক তবে তার আগে হাসিনা খুনিকে গ্রেপ্তার করতে না পারলে কোন তদন্ত কাজ হবে না সেই জানে কেন এত খুন হলো সামান্য আন্দোলনে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪
সাহাদাত উদরাজী বলেছেন: এই গোলামেরপুতদের জ্ঞান কখনো খুলবে না ভাই।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৫
সোনাগাজী বলেছেন:
@শাহিন-৯৯,
শেখ হাসিনার বিপক্ষে এই হত্যাকান্ড নিয়ে বিচার চাইলে শেখ হাসিনাকে আদালতে আসবে; কিংবা শেখ হাসিনার পক্ষের আইনবিদরা আসবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: হ, স্বপ্ন দেখে হাত মারেন! আপনার আম্মা আর এই দেশে আইবো!
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শহীদ এর সংজ্ঞা কী
হাদীস কোরআন কী বলে?
মহান জাগতিক চিন্তাবিদ কী বলেন ?!¿
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৬
সাহাদাত উদরাজী বলেছেন: থাক ভাই, আর পাছায় হাত দিয়েন না।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:০০
কামাল১৮ বলেছেন: আমাদের গ্রামে একজন শহীদ আছে কিন্তু সে মরেনাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৬
সাহাদাত উদরাজী বলেছেন: অমানুষ দেখতে চাইলে আপনাদের দেখা দরকার।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:০৬
সোহানী বলেছেন: চমৎকার একটি খবর। আশা করি তা আপডেট হবে এবং সেই সাথে আহতদের তালিকাও করা হবে।
আমি চাই প্রতিটা পরিবারকে সাহায্যে এগিয়ে আসুক। আহতদের সুচিকিৎসা নিশ্চিত হোক।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, এদের প্রাণের মুল্য যেন বৃথা না হয়। ধন্যবাদ সুন্দর চিন্তা করার জন্য।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১১
প্রহররাজা বলেছেন: শহীদ?? শতকরা ৯৯ ভাগ আহত বা নিহত হয়েছে থানা পুলিশ আওয়ামী লীগ কর্মীদের আক্রমণ করতে গিয়ে। বিজয় মিছিলের নামে মানুষের ঘরবাড়িতে চুরি ডাকাতি লুটপাট করতে গিয়েও আহত নিহত হয়েছে। এরা শহীদ না এরা জঙ্গি। এদের উপযুক্ত শাস্তি হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮
সাহাদাত উদরাজী বলেছেন: হ রে খবিশ।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯
রাসেল বলেছেন: ভালো উদ্যোগ। আশাকরি,পরবর্তীতে শহীদদের অবদানের সীকৃতিস্বরূপ জাতির উন্নয়নে কিছু ভুমিকা রাখা হবে । দুঃখিত, পাঠকের মন্তব্যে আপনার জবাব কিছুক্ষেত্রে দৃষ্টিকটু । আমি মনে করি, কুকুরের কাজ কুকুর করবে, আমি তার কাজে যাব না । এটা সত্য যে এই লোকেরা সাধারণ মানুষকে বিপথগামী করে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫১
পলক শাহরিয়ার বলেছেন: প্রায় ধ্বংস হয়ে যাওয়া জাতির জন্য তাদের অবদান অপরিসীম। এখন আমরা নতুন করে স্বপ্ন দেখতে পারছি তাদের জন্যই। তাদের পরিবারকে উপযুক্ত প্রতিদান দেয়া এখন আমাদের দায়িত্ব।
শুধু শহীদই নয়। চিরতরে পঙ্গু হয়ে যাওয়াদেরও উপযুক্ত আর্থিক সুবিধার আওতায় আনতে হবে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: একমত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০০
সোনাগাজী বলেছেন:
এই সমান্য আন্দোলনে কি কারণে এত মানুষের মৃত্যু হলো, ইহার তদন্ত হওয়ার দরকার আছে। ইচ্ছা মতো লিষ্ট প্রকাশ করলেই হবে না।