নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হজ প্যাকেজ বিড়াম্বনা এবং সরকারের ভুল সিদ্ধান্ত!

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪


এই সরকারের কিছু কার্যক্রম আপনাকে বিরক্ত করবেই। এই যে গতকালকে ধর্ম উপদেষ্টা মহোদয় কোন কথাবার্তা ছাড়াই হজের খরচ ১ লাখ টাকা কমানোর ঘোষণা দিয়ে ছিলেন। অথচ, এক্ষেত্রে করণীয় ছিল বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যথারীতি প্যাকেজ দেড় লক্ষ টাকা বাড়ানো। যার প্রেক্ষিতে দাবি আদায়ের মৌসুমে জাগ্রত তৌহিদী জনতা শুক্রবার জুমার নামাজের পরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে কর্মসূচি দিতো। কর্মসূচি চলা কালেই হঠাৎ করে আইন উপদেষ্টা মহোদয়কে সাথে করে ধর্ম উপদেষ্টা সমাবেশস্থলে হাজির হতেন। ধর্ম উপদেষ্টা তৎক্ষণাৎ বাড়তি দেড় লাখ থেকে এক লাখ কমানোর ঘোষণা দিয়ে দিতেন। তৌহিদী জনতা মহাখুশিতে ঘরে ফিরতো আর সরকারের লাভ হতো কমপক্ষে ২৫০০ কোটি টাকা।
এমনটিতেই যে আমরা যখন অভ্যস্ত তখন কথাবার্তা ছাড়া গত বছরের চেয়ে এক লাখ টাকা কমানোই যেন পাপ হয়ে গেল। হিসাব বিশারদগণকেও এক লাখ টাকা কমানো প্রকৃতপক্ষে কত কমেছে এসব নিয়ে মাথা ঘামাতে হতো না! আরে ভাই, হজের প্যাকেজ কমানোতে এবার গত বছরের চেয়ে অতিরিক্ত কমপক্ষে ৪০ হাজার ধর্মপ্রাণ বান্দা মহান আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ পাবে। যে মুমিন জীবনভর পবিত্র কাবা শরিফ স্বচক্ষে দেখা আর রাসুলে আকরাম (সা.)-এর রওজা জিয়ারত করার জন্য বিভোর হয়ে আছে তাকে হিসাববিজ্ঞানী হয়ে আসলেই কত টাকা কমছে, কত দুরত্বে রাখবে এসবের হিসেব বুঝাতে যাওয়া আর অনাহারীর কাছে কাচ্চি খাওয়ায় খোশগল্প করা একই কথা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: সরকারের উচিৎ বিগত সরকারের হজ্ব প্যাকেজে গৃহীত অতিরিক্ত টাকা দূর্নীতিবাজদের কাছ থেকে সুদে-আসলে উসুল করে এখনকার হজ্ব গমনেচ্ছু ব্যাক্তিদেরকে আরো ভর্তুকী দিয়ে অর্থের অংকটি আরো কমানো ....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.