নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বন্ধ হচ্ছে ডক্টর ইউনূসের বিদেশ গমন? 

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৮


প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস যেন আদালতের অনুমতি ব্যাতিত বিদেশ যেতে না পারেন এমন একটি দরখাস্ত দায়ের করা হয়েছিল  কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষ থেকে। প্রতিষ্ঠানের নিয়োজিত আইনজীবী  অ্যাডভোকেট খুরশীদ আলম খানের এমন আবেদনের প্রেক্ষিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালের অনুমতি লাগবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৫ জানুয়ারি) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সেক্ষেত্রে শ্রম আপীল আদালতে আপীলটি নিষ্পত্তি হওয়ায় আগ পর্যন্ত বিদেশ যাওয়ার ক্ষেত্রে আদালতের দারস্থ হতে হবে। স্বাভাবিকভাবেই শ্রম আপীল আদালতে আপীলটি নিষ্পত্তি হওয়া পর্যন্ত  আদালতকে না জানিয়ে দেশত্যাগ করতে পারবেন না ডক্টর ইউনূস। অন্যদিকে, দুদকের মামলায় চার্জশিট দাখিলের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হতে চললো। সেক্ষেত্রে শ্রম আপীল আদালত যদি অনুমতি দেয়ও বিদেশ গমনের ক্ষেত্রে দুদুক চাইলে পুনরায় বিদেশ গমনের নিষেধাজ্ঞার দরখাস্ত আনতে পারে। মানে এখন ডক্টর ইউনূস সাহেব চাইলেই যখন তখন বিদেশ যেতে পারবে না। বিদেশ যাওয়ার বিষয়টি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেই নিশ্চিত করতে হবে এবং তিনি বিদেশ যেতে পারবেন কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে!

- মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।


মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: উনি বিদেশে গেলে কি সমস্যা?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮

এম টি উল্লাহ বলেছেন: যেতে পারবে, অনুমতি সাপেক্ষে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
উনি বিদেশে গেলে কি সমস্যা?
কোন সমস্যা নেই। উনি পারমিশন নিয়ে যেতে পারেন।
নিয়ম হচ্ছে আদালতে কোন মামলা চলমান থাকলে আদালতের অনুমতি নিয়ে যেতে হয়, তদুপরি উনি জামিনে আছেন অনুমতি লাগবেই। এখানে সরকারের কোন হাত নেই।

ডক্টর ইউনুস একটি সাধারণ অর্থ মামলায় লড়াই করে কোটি কোটি টাকা খরচ করছেন আদালতে আর আইনজীবীর পিছনে।
বিদেশে লবিঙ্গেও কোটি কোটি ডলার অকাতরে খরচ করছেন।
১ লাখ ডলার খরচ করেছেন ওয়াশিংটন পোস্টে একটি বিবৃতি ছাপাতে।
অতচ মামলাটা অতি সাধারন মামুলি একটি মামলা। গুটিকয় কর্মচারীর সামান্য কিছু বকেয়া টাকা ফেরত দিয়ে দিলেই সব মামলা চুকে যেত। কিন্তু তিনি দিবেন না। দিয়ে দিলে তো আর রাজনীতি হয় না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩

এম টি উল্লাহ বলেছেন: ডক্টর ইউনুস একটি সাধারণ অর্থ মামলায় লড়াই করে কোটি কোটি টাকা খরচ করছেন আদালতে আর আইনজীবীর পিছনে।
বিদেশে লবিঙ্গেও কোটি কোটি ডলার অকাতরে খরচ করছেন।
১ লাখ ডলার খরচ করেছেন ওয়াশিংটন পোস্টে একটি বিবৃতি ছাপাতে
এই বিষয়গুলোর কোন বস্তুনিষ্ঠ প্রমাণ আছে? থাকলে দিলে উপকৃত হতাম

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

কামাল১৮ বলেছেন: আদালতের হুকুম সবাইকে মানতে হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

এম টি উল্লাহ বলেছেন: অবশ্যই

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আদালতের আদেশ শিরোধার্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০

এম টি উল্লাহ বলেছেন: নিঃসন্দেহে।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

নতুন বলেছেন: ড: ইউনুসকে নিয়ে আয়ামীলীগের বাড়াবাড়ী আয়ামী ইমেজই খারাপ করছে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ড. ইউনূসের জন্য আইনকানুন আলাদা না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯

এম টি উল্লাহ বলেছেন: তা ঠিক। আলাদা সেটা কেই দাবিও কেরার সুযোগ নেই।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ইউনূসের কিচ্ছু হবে না।
জেলও হবে না। বিদেশ যাওয়া বন্ধ হবে না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

বাউন্ডেলে বলেছেন: বিএনপি সরকারের প্রেসিডেন্ট করার মুলা নোবেল বিজয়ীর নাকের সামনে ধরে - তাকে এই পর্যন্ত এনেছে। বর্তমানে বিএনপি প্রেমে গলা পর্যন্ত পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে। তার এভাবেই থাকা উচিৎ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৫

এম টি উল্লাহ বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ। কিন্তু এসব তথ্য কতটুকু বস্তুনিষ্ঠ?

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১

রানার ব্লগ বলেছেন: বিত্তশালীরা যখন অন্যায় করে তা সহি করার জন্য অসংখ্য মানুষ ঝাঁপিয়ে পড়ে কিন্তু সামান্য ভুলের কারনে লক্ষ লক্ষ মানুষ বিচারের অপেক্ষায় ।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশে আর যাইহোক, দলীয় চাটুকারদের অভাব নেই। মূল সমস্যা হলো আপনি চাটুকার না হলেই বিপদে পড়বেন। অন্ধদের অবশ্য যখন আর কোন চিকিৎসা বাকি থাকে না তখন উপরওয়ালাই ভরসা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

এম টি উল্লাহ বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.