নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বাবা মাকে ভরনপোষণ না দিলে অাইন কি বলে?

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

এই সমস্যাটি প্রায়ই দেখা যায় অর্থাৎ বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানরা তাদের দেখাশোনার ভার আর নিতে চান না। ফলে বৃদ্ধ বাবা মায়ের ভোগ করতে হয় এক চরম দুর্ভোগ। তবে “পিতা-মাতার ভরন-পোষন আইন, ২০১৩”( ২০১৩ সালের ৪৯ নং আইন)নামে একটি আইন করা হয়েছে যেখানে বৃদ্ধ বাবা মায়ের ভরনপোষণ দেয়াকে বাধ্যতামূলক করা হয়েছে।
বাবা-মার ভরণপোষণ না দিলে জেল-জরিমানার বিধান রেখে নতুন এই আইন করে সরকার। আইনে বলা হয়েছে, ভরণ-পোষণে ব্যর্থতার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড হবে, তা দিতে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। কোনো সন্তানের স্ত্রী, ছেলে-মেয়ে বা নিকট আত্মীয় এ দায়িত্ব পালনে বাধা দিলে তারাও একই অপরাধে অপরাধী হবেন এবং একই শাস্তি পাবেন

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

প্রশ্নবোধক (?) বলেছেন: আইনটা অনেক সহজ করা হয়েছে। আরো কঠোর করতে হত।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

এম টি উল্লাহ বলেছেন: যথাযথ বলেছেন।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: :)

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

চেংকু প্যাঁক বলেছেন: মা-বাপকে কিভাবে সন্মান করতে হবে, তা আমি এক বয়স্ক এবং সহজ সরল কৃষকের কাছে শিখেছিলাম।

উনার বাবা মা উনার সাথে থাকে কি-না এই কথা জিজ্ঞাসা করায় তিনি অসন্তুষ্ট হয়ে উত্তর দিয়েছিলেন তাঁর মা-বাবা তার সাথে থাকেন না, বরং তিনিই তাঁর মা-বাবার সাথে থাকেন।

এরপর থেকে কেউ যদি এই একই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে, আমি ঐ কৃষকের মত করে উত্তর দেই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

এম টি উল্লাহ বলেছেন: ভাল লাগল।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

নাসরীন খান বলেছেন: আরও কঠোর আইন করা হউক।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

এম টি উল্লাহ বলেছেন: যথাযথ বলেছেন।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় কথা বাংলাদেশ আইন আছে?? থাকলেও তার সঠিক প্রয়োগ আছে?
আইন তো শুধু দরিদ্র লোকদের জন্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

এম টি উল্লাহ বলেছেন: যথাযথ বলেছেন।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

সনেট কবি বলেছেন: মা বাবার দায়িত্ব না নেওয়া অমানবিক।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

এম টি উল্লাহ বলেছেন: যথাযথ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.