নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
এই সমস্যাটি প্রায়ই দেখা যায় অর্থাৎ বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানরা তাদের দেখাশোনার ভার আর নিতে চান না। ফলে বৃদ্ধ বাবা মায়ের ভোগ করতে হয় এক চরম দুর্ভোগ। তবে “পিতা-মাতার ভরন-পোষন আইন, ২০১৩”( ২০১৩ সালের ৪৯ নং আইন)নামে একটি আইন করা হয়েছে যেখানে বৃদ্ধ বাবা মায়ের ভরনপোষণ দেয়াকে বাধ্যতামূলক করা হয়েছে।
বাবা-মার ভরণপোষণ না দিলে জেল-জরিমানার বিধান রেখে নতুন এই আইন করে সরকার। আইনে বলা হয়েছে, ভরণ-পোষণে ব্যর্থতার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড হবে, তা দিতে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। কোনো সন্তানের স্ত্রী, ছেলে-মেয়ে বা নিকট আত্মীয় এ দায়িত্ব পালনে বাধা দিলে তারাও একই অপরাধে অপরাধী হবেন এবং একই শাস্তি পাবেন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
এম টি উল্লাহ বলেছেন: যথাযথ বলেছেন।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন:
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
চেংকু প্যাঁক বলেছেন: মা-বাপকে কিভাবে সন্মান করতে হবে, তা আমি এক বয়স্ক এবং সহজ সরল কৃষকের কাছে শিখেছিলাম।
উনার বাবা মা উনার সাথে থাকে কি-না এই কথা জিজ্ঞাসা করায় তিনি অসন্তুষ্ট হয়ে উত্তর দিয়েছিলেন তাঁর মা-বাবা তার সাথে থাকেন না, বরং তিনিই তাঁর মা-বাবার সাথে থাকেন।
এরপর থেকে কেউ যদি এই একই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে, আমি ঐ কৃষকের মত করে উত্তর দেই।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
এম টি উল্লাহ বলেছেন: ভাল লাগল।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
নাসরীন খান বলেছেন: আরও কঠোর আইন করা হউক।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
এম টি উল্লাহ বলেছেন: যথাযথ বলেছেন।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় কথা বাংলাদেশ আইন আছে?? থাকলেও তার সঠিক প্রয়োগ আছে?
আইন তো শুধু দরিদ্র লোকদের জন্য।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
এম টি উল্লাহ বলেছেন: যথাযথ বলেছেন।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
সনেট কবি বলেছেন: মা বাবার দায়িত্ব না নেওয়া অমানবিক।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
এম টি উল্লাহ বলেছেন: যথাযথ বলেছেন।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
প্রশ্নবোধক (?) বলেছেন: আইনটা অনেক সহজ করা হয়েছে। আরো কঠোর করতে হত।