নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

কলকাতার মেয়র বলছে : ভারত কে এড়িয়ে চললে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৪



গদি মিডিয়ার সাংবাদিকের প্রশ্নের উত্তরে কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ হাকিম বাংলাদেশ বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন “ দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। যদিও এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু এটা ভুললে চলবে না, ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন আসতো না। সে সময় বাংলাদেশকে সমর্থন, শেখ মুজিবুর রহমানকে রেখে দেয়া বা বাংলাদেশকে প্রথম সরকারি স্বীকৃতি দেওয়া- সবটাই ভারত করেছিল। ভারতের মাটিতে তাদের কয়েক কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতকে এড়িয়ে বাংলাদেশ থাকতে পারবে না, বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না।” গত সপ্তাহে এই মেয়র বি জে পি র এক নেত্রীকে মাল বলে সম্বধোন করে ।শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনার মুখে তাকে ক্ষমা চাইতে হয় ।

হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। যেখানে নতুন বাংলাদেশ মোদী ,জয়শঙ্কর কেই পাত্তা দেয় না সেখানে কলকাতার মেয়র আসছে জ্ঞান দিতে। বেটা বলে ভারত কে এড়িয়ে চললে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না অথচ নিজের দলের খবর নাই। ২০২৬ সালের বিধানসভার নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস এর অস্তিত্ব থাকে কিনা সেটা নিয়ে ভাবেন আমদের নিয়ে ভাবতে যাবেন না । কলকাতার মেয়র রাজনীতিতে কাঁচা সেটা উনার কথায় স্পষ্ট বুঝা গেছে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিসা বন্ধ এতে বাংলাদেশের যতটা ক্ষতি হচ্ছে তার চে বহু গুন বেশি ক্ষতি হচ্ছে কলকাতার ব্যাবসায়ী ও সাধারণ মানুষের । বাংলাদেশ থেকে কলকাতায় প্রতি বছর বারো বিলিয়ন ডলার ঢুকে এখন সেটা সম্পূর্ণ বন্ধ। এভাবে চলতে থাকলে কলকাতার মানুষ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। কলকাতার ব্যাবসায়ীরা বলছে বর্তমানে তাদের ব্যবসা কারণাকালীন সময়ের থেকেও খারাপ যাচ্ছে এভাবে চলতে থাকলে সাটার বন্ধ করে দেওয়া লাগবে। বিজেপি এক ঢিলে দুই পাখি মারতেছে এক দিকে বাংলাদেশ কে ডিস্টার্ব করে যাচ্ছে অন্য দিকে কলকাতার অথনীতি দুর্বল করে দিচ্ছে ফলে একটা সময় মানুষ তৃণমূল কংগ্রেস এর উপর ক্ষিপ্ত হয়ে উঠবে । এই মেয়রের মাথায় যদি সামান্য বুদ্ধি থাকতো তে হলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য বিজেপিকে চাপ দিতো।সেটা না করে উলটা বাংলাদেশ কে গলাচ্ছে।

এই জানোয়ার গুলা সব সময় বলে ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই কথাটা কেন বলে বুঝি না বাংলাদেশ স্বাধীন হইছে ১৬ ই ডিসেম্বর ভারতের সেনাবাহিনী বাংলাদেশ সীমানায় ঢুকছে ৩ ডিসেম্বর ।এর আগের নয় মাস আমাদের মুক্তিবাহিনী একাই যুদ্ধ করছে।ভারত নিজের স্বার্থে সবার আগে বাংলাদেশকে স্বীকৃতি দিছে। স্বীকৃতি না দিলে এখনো ভারতের দুই দিকে পাকিস্তান থাকতো।এরা বলে যুদ্ধের সময় কয়েক কোটি শরণার্থী কে আশ্রয় দিছি তখন দেশের জনসংখ্যাই ছিলো সাত কোটি কয়েক কোটি মানুষ ভারতে গেলে দেশে যুদ্ধ করছে কে ? তখন শেখ মুজিবকে রাখছে এখন শেখ হাসিনাকে রাখতেছে সেটা তাদের নিজের স্বার্থেই রাখে ।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৩

সৈয়দ কুতুব বলেছেন: ওরে চিটার, ওরে বাটপার হাকিম!

১০ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:০৯

শিশির খান ১৪ বলেছেন: হাতি ঘোড়া গেলো তল ,মশা বলে কতো জল

২| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতকে এড়িয়ে চলার দরকার কি? কোন বিষয়ে অতি উৎসাহী হওয়া ঠিক না।

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩২

শিশির খান ১৪ বলেছেন: হুম ,এক দম সঠিক কথা বলেছেন ব্যালান্স করে চলতে হবে কিন্তু এমন উত্তেজনাকর কথা বললে তো মুশকিল।

৩| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ নেতারা বিপদে থাকলে তাদের বন্ধূরা উত্তেজিত হবেই। পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে না পারলে বিপত্তি ঘটতে পারে।

১০ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:১১

শিশির খান ১৪ বলেছেন: আওয়ামীলীগ আর ভারত এদের ভদ্র ভাষায় বুঝায় লাভ নাই পশু লাঠির বাড়ি না খাইলে বুঝে না।

৪| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৪

আহরণ বলেছেন: কলকাতার মেয়ের সাথে একমত।

বাংলাদেশে গার্মেন্টস শিল্পের ৮৫ ভাগ কাঁচামাল ভারত- থেকে আমদানি করা হয়। তাছাড়া খুব সীমিত আয়তনের বাংলাদেশে জনসংখ্যা ২০ কোটির উপরে, গরিব অশিক্ষিত বেকার এই বিরাট জন-মানুষের খাবারের সংস্থান নেই। কৃষিতে যা উৎপাদন হয় তা ভোক্তা পর্যায়ে অত্যন্ত সীমিত। তেল, গ্যাস, খনিজ বলতে কিছু নেই। সুতরাং প্রতিবেসি ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ চলতে পারবে কী

১০ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:০১

শিশির খান ১৪ বলেছেন: কে বলছে তোমারে গার্মেন্টস এর ৮৫ ভাগ কাঁচা মাল ভারত থেকে আসে ?আজে বাজে ভুয়া তথ্য দিয়া মানুষকে বিভ্রান্ত করো কেন বোকা ছেলে ?

Brazil is the largest cotton supplier to Bangladesh, and occupies 16 per cent market share, while India and the USA hold second and third positions with 12 per cent and 10 per cent market share respectively, according to the United States Department of Agriculture (USDA).The Bangladesh Textile Mills Association (BTMA) data shows that 519 spinning millers are producing yarn, and meeting more than 70 per cent of the local demand.

বিশ কোটি মানুষ, গরিব দেশ ,খাবার নাই ,মানুষ বেকার এমন ভাবে বলতেছো ভারত মনে হয় তোমারে মাগনা খাবার পাঠায়। টাকা দিয়া কিনলে যে কোনো দেশ থেকে কিনা সম্ভব ওর তো মাগনা দেয় না। ভারত বাংলাদেশের কাছ থেকে প্রতি বছর কত টাকা কমায় সেটা তুমি জানো ?

৫| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ২:০৭

প্রহররাজা বলেছেন: এই তোরা কে আছিস রাজুতে আয়, ভারত জল ছেড়ে দিয়ে মেধাবীদের ডুবিয়ে মারছে...পাঠা হাসমতের সেই শীতকার দিয়ে আহবান।

১০ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩৬

শিশির খান ১৪ বলেছেন: এই তোরা কে আছিস জিরো পয়েন্টে আয় ঢাকাকে অস্থিতিশীল করে দিবো জয় বাংলা জয় ট্রাম্প

৬| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪৩

কামাল১৮ বলেছেন: ভুল বলে নাই।

১০ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:০২

শিশির খান ১৪ বলেছেন: কামাল তোমার যে দিল হে হিন্দুস্তানী সেটা আমরা জানি

৭| ১০ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৭

প্রহররাজা বলেছেন: বিহারি, রোহিঙ্গা আর টোকাই মেধাবীদের টাকা দিয়ে আর কতদিন আওয়ামী লীগ কে ঠেকিয়ে রাখতে পারবে ইউনুচ?

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩৮

শিশির খান ১৪ বলেছেন: তরে না বলছি প্রোফাইল পিক চেঞ্জ করতে এটা সন্ত্রাসী সংগঠনের মার্কা। এতো মাইর খাইলো তাও আওয়ামীলীগ কর্মীদের লজ্জা লাগে না.….. বেহায়া

৮| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০২

মেঘনা বলেছেন: এই জানোয়ার গুলা সব সময় বলে ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হতো না।

জানোয়ার কাদের কইলেন বুজলাম না। বুঝাইয়া কন।

আর ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হত না -এইটা ইতিহাস সত্য। যেমন ইতিহাস সত্য - পাকিস্তান সেনা জামাতিদের সাহায্য নিয়া ৩০ লাখ বাংগালীকে হত্যা ও ২লাখ বাংগালী মহিলারে ধর্ষণ করছে।
কেরা কইলো আর কেরা মানলো না তাতে যায় আসেনা।

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০২

শিশির খান ১৪ বলেছেন: যারা আমাদের মুক্তিযোদ্ধাদের অবদান কে ছোট করে দেখে যারা একটা স্বাধীন দেশের জনগণকে ভারতের গোলাম বানাতে চায় তাদেরকে জানোয়ার বলছি। যাদের পূর্ব পুরুষ যুদ্ধে যায় নাই যারা যুদ্ধের সময় ভারতের সোনাগাছি সেক্টরে পালায় ছিল তারা বুঝবে না। যে নিজের দেশের মুক্তিযোদ্ধাদের অবমাননা করে ভারতের গোলামী করে তারা পাকিস্তান সেনাবাহিনীর থেকেও খারাপ। যার জন্মের ঠিক নাই তাকে কি বলে জানেন তো।

৯| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩১

আমি সাজিদ বলেছেন: দুই দেশের মধ্যে সম্পর্ক হবে সার্বভৌমত্বের ভিত্তিতে, একতরফা নয়। আমি ভারতের হয়ে কথা বলছি না। তবে কিছু সত্য বলছি -

১) এক উত্তর প্রদেশের ( ভারতের সবচেয়ে অনগ্রসর এলাকা) র জনসংখ্যাই বাংলাদেশের চেয়ে বেশী। পশ্চিমবঙ্গের আয়তন বাংলাদেশের চেয়ে বেশী।
২) তাবৎ দুনিয়ায় ভারতের যে-রকম সফট ইফ্লুয়েন্স আছে ( কালচারাল, একাডেমিক) , বাংলাদেশের কখনও আদৌ হবে নাকি আমার সন্দেহ।
৩) একাত্তরে ভারত থেকে ট্রেনিং, অস্ত্র, মিলিটারি ইনফ্লুয়েন্স না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। আপনাকে নয় মাস চিন্তা করতে হবে। ডিসেম্বর নয় শুধু।
৪) এই বিশ্বায়নের যুগে আপনি বিশাল প্রতিবেশী দেশের সাথে তখনই ঝামেলা করার ক্ষমতা রাখেন যখন আপনার সক্ষমতা ওদের সমপর্যায়ে যায়। আমাদের এই সক্ষমতা অর্জন করতে হবে।


চিকেন নেক অস্থিতিশীল করার অজুহাত দিয়ে ভারতে যদি ট্রাম্পের আমেরিকার সাথে ডিল করে, চায়না - রাশিয়াকে ম্যানেজ করে এখনকার সরকারকে সরিয়ে দেয়, তাহলে কেউই কিচ্ছু করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। ইতোমধ্যেই ওরা আমাদের দেশ অশান্ত করার কাজ শুরু করে দিয়েছে। সাথে তাল দিচ্ছে আমাদের কিছু উগ্রবাদী লোক ( এদের আমার ডাবল এজেন্ট মনে হয়)।

ভাই বাংলাদেশের বাইরে যান দয়া করে। দেখবেন আপনার পাসপোর্ট আর ন্যাশনালিটির মূল্য একজন ইন্ডিয়ানের তুলনায় অন্য দেশে কত কম। তখন নিজেদের ঠিক অবস্থানটা বুঝতে পারবেন। আমি একবার এক ইন্ডিয়ান লোক ( আমার চেয়ে নীচু পদে চাকরি করে) বললাম যে, আমি হিন্দিতে কথা বলতে বাধ্য নই। ওমা এমনিই একদিন পর ওই লোকের বস অন্য ইন্ডিয়ান লোকেরাও হাজির হয়ে গেলো এই কথার ব্যাখ্যা চাওয়ার জন্য। (আমি কিন্তু কোনো ইন্ডিয়ান কোম্পানিতে চাকরি করি না) ।

তবে কলকাতার মানুষের স্বভাব আমাদের তুলনায় যে খুব একটা ভালো তা নয়।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৭

শিশির খান ১৪ বলেছেন: শুনেন সাজিদ ভাই ,ভারত আয়তনে বড় জনসংখ্যা বেশি মিলিটারি ইনফ্লুয়েন্স বেশি বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে ওদের লোক বসানো আছে ভূ রাজনীতিতে ওদের প্রভাব বেশি তাই বলে ওরা আমাদের মতো ছোট দেশের উপর ইচ্ছামতো নির্যাতন করবে আর আমরা সেটার প্রতিবাদও করতে পারবো না এটা কেমন কথা এমন মানসিকতা হলে কয়েক দিন পর মিয়ানমার নেপাল ভুটান সবাই আইসা আমাদের পিটাবে।বিষয়টা আত্মমর্যাদার যে জাতির মেরুদন্ড বাকা তাদের কেউ মূল্যায়ন করে না। সাইজ দিয়া বিবেচনা করলে ভারত এখন পৃথিবীর অন্যতম ধোনি দেশ হওয়ার কথা বাস্তবে কি তাই ? এখনো ভারতে ফসল খারাপ হইলে কৃষক আত্মহত্যা করে সর্বশেষ ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রায় ৬০০০ কৃষক আত্মহত্যা করেছে। বুঝতে হবে বিশ বছর আগেও বাংলাদেশের লোকজন এতটা ভারত বিরোধী ছিল না এখন যতটা। এই যে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটা কি ভারত সরকার জানতো না ? জানলে নীরব ছিল কেন ? কারণ আওয়ামীলীগ সেই টাকার ভাগ সবাইকে দিয়েছে বিজেপি ,কংগ্রেস ,তৃণমূল কংগ্রেস ,সংবাদিক ,প্রাক্তন ভারতের রাষ্ট্রদূত ,ভারতের গোয়েন্দা সংস্থা সবাই এই টাকার ভাগ পেয়েছে। এখন আপনারা বড় দেশ দেখে প্রতিবাদ না করলে ওরা আবার একই কাজ করবে এভাবেই চলতে থাকবে সব লুট করে নিয়ে যাবে আপনারা হা করে দেখতে থাকেন।

১০| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬

আমি সাজিদ বলেছেন:
আপনি পাকিস্তানের সেনাবাহিনীকে ভারত থেকে ভালো বললেন এইটা মন্তব্যে। আপনি কি জানেন, ইমরান খানকে মিথ্যা অজুহাতে পাকিস্তানের এই সেনাবাহিনীর এস্টাবলিশমেন্ট বন্দী করে রেখেছে। করাপটেড নাওয়াজ পরিবারকে ক্ষমতায় বসিয়েছে। কখনও পাকিস্তানি লোকের সাথে কথা বলেছেন ? ওদের দেশের সেনাবাহিনী নিয়ে ওদের মনোভাব জানতে চেয়েছেন ? আমি বলেছি। সামনাসামনি, খাবারের টেবিলে।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৩

শিশির খান ১৪ বলেছেন: আমি আবার কখন বললাম পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী থেকে ভালো এমন কথা তো বলি নাই পাকিস্তানের সেনা বাহিনী বলদ এটা সবাই জানে আমি বলছি যারা আমাদের দেশের নাগরিক হয়ে ভারতের গোলামী করে তারা লাকিস্তানের সেনাবাহিনী থেকেও খারাপ।

১১| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

মেঘনা বলেছেন: @ শিশির খান ১৪,
যার জন্মের ঠিক নাই তাকে জামাত বলে।

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬

শিশির খান ১৪ বলেছেন: না হয় নাই ,যার জন্মের ঠিক নাই তাকে ভারতের গোলাম বলে।

১২| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪

আমি সাজিদ বলেছেন: আপনার দল যদি বিএনপি হতে থাকে , তাহলে তাদের হাই কমান্ড ভারতের সাথে নেগোশিয়েশনের চেষ্টা করছে।
আপনার দল যদি জামায়াত হতে থাকে তাহলে তাদের আমীর কিছুদিন আগেও ভারতের মিডিয়াকে ডেকে নিয়ে আলোচনায় বসেছে।
আপনার দল যদি এই সেনাবাহিনী ব্যাকড হয়ে থাকে, তাহলে কয়েকদিনে আগেই আমাদের সেনাপ্রধানের- ভারতের সেনাপ্রধানের সাথে মিটিং এর ছবি এখন আলোচনায়।

আওয়ামী লীগ, বিএনপি , জামায়াতের একটা অংশ , মোট ৬০-৭০% মানুষ ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়। আওয়ামী লীগ এক তরফা বললেও, বিএনপি/ জামায়াত ইনসাফের ভিত্তিকে সম্পর্কের কথা বলছে বারবার। আপনার দাবী অনুযায়ী এরা সবাই মানে এই ৭০% মানুষ ভারতের গোলাম ?

যুক্তি দিয়ে ভাবতে শিখুন। ইউরোপের দেশগুলোর একে অপরের প্রতি শোষণ আর হানাহানির ইতিহাস আমাদের চেয়েও অনেক পুরনো। এখন তাদের অবস্থা দেখুন।

আপনাকে বুঝিয়ে লাভ নাই। আপনি গালি দিয়ে ঠিকই ভারতের এম্বেসীতে ভিসার জন্য দাঁড়াবেন। আমি এইটাই বুঝাতে চাচ্ছি, আমাদের অনেক মানুষ ওদের উপর কোন না কোন ভাবে নির্ভরশীল হওয়ায় , এইভাবে গালি দিয়েও এম্বেসীতে দাঁড়াতে বাধ্য।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪

শিশির খান ১৪ বলেছেন: কেমন খোঁড়া যুক্তি ৬০ থেকে ৭০ শতাংশ লোক দেশদ্রোহী হলে আমাকেও হতে হবে এটা কেমন কথা সবাই চুরি করলে আমিও চুরি করবো প্রতিবাদ করবো না হায় হয় বলে কি ? যারা ভারতের ভিসা নিয়ে যাচ্ছে তারা কি ফ্রি যাচ্ছে ? তাদের খরচ কি ভারত সরকার দিচ্ছে না বিজেপি সরকার দিচ্ছে ? মাগনা তো ঘুরতে যাই না ভাই পকেটের টাকা দিয়া ঘুড়ি বুঝতে হবে। ভারত বারো বিলিয়ন ডলার কমায় আমাদের কাছ থেকে প্রতি বছর ফাও না। নিজেকে এতো ছোট ভাবেন কেন ? মেরুদন্ড সোজা করে দাঁড়ানো শিখেন দুর্বল লোকজনকে সবাই লাথি দেয়।

১৩| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

মেঠোপথ২৩ বলেছেন: ছাত্র–জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে ভারত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ভারতের এই কথা বলার পরেতো আমাদের নিশ্চিন্ত বোধ করা উচিত । কারন সাবেক হয়ে যাওয়া কোন পতিত ফ্যসিস্টের পুনরায় দেশের ক্ষমতায় ফেরার কোন সুযোগই আর নাই। আর তাই আওয়ামীলীগ কি বলে না বলে তা একেবারেই গুরুত্বহীন। এই মুহুর্তে যেটা জরুরী সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা। অন্তর্বর্তী সরকারের এই দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন। দুই দেশের জনগনের মাঝে কোন বৈ্রিতা নাই। বানিজ্যিক সম্পর্ক নষ্ট হওয়া দুই দেশের জন্যই মঙ্গলজনক নয়। একটা চক্র দেশে দাঙ্গা ফ্যাসাদ বাধানোর চেষ্টায় আছে। এরা উগ্র ভারত বিরোধিতার সুযোগ নিতে চাইছে। এটা বুঝতে হবে সবাইকে। ভারত বিরোধি বক্তব্য দেয়া থেকে পুরোপুরি বিরত থাকুন। লীগের সমালোচনা করুন।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৬

শিশির খান ১৪ বলেছেন: এই স্বৈরাচার ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে সেটা বিজেপি ,কংগ্রেস ,তৃণমূল কংগ্রেস ,প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত ,সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাঝে ভাগ করে দিয়েছে। এখন এরা যদি আবার এই দালাল গুলারে ক্ষমতায় বসাইতে পারে তে হইলে সবাই সিঙ্গাপুর দুবাইতে দ্বিতীয় ফ্লাটের মালিক হইতে পারবে। সেই জন্য এরা ঘুটু করবে কুকুরের লেজ সোজা হয় না। সেই জন্য ভারতকে চাপে রাখতে হবে।

১৪| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

মেঠোপথ২৩ বলেছেন: ক্ষমতায় জোড়পুর্বক থাকতে ভারতকে যা দিয়েছে , তা আওয়ামিলীগ দিয়েছে। কাজেই সমস্যা আমাদের দেশের রাজনীতিতে। রাজনৈ্তিক দল যদি লুটপাঠ না করে জনগনের সেবায় কাজ করে হয় তাহলে আরেক দেশকে কিছু দেয়ার দরকার পড়ে না। তখন প্রতিবেশির সাথে সম্পর্ক হয় সমতা ও নায্যতার ভিত্তিতে। কাজেই চাপে রাখতে হবে আমাদের রাজনৈ্তিক দলগুলোকে। বর্তমানে বিএনপিকে। তারা যদি অতীতের লুটপাঠের চরিত্র বজায় রাখে, তাহলে আবারো দেশের পরিস্থিতি যেই লাউ সেই কদু হবে। যত গালাগাল তা আমাদের করতে হবে লীগ ও বিএনপিকে । পাশের দেশের সাথে বৈ্রিতাপুর্ন সম্পর্ক আমাদের মত ক্ষুদ্র দেশের জন্য খুবই বিপদজনক। এই সাধারন বিষয়টা না বুঝলেতো মুশকিল। সংখ্যালঘু ইস্যূ্তে পতিত ফ্যসিস্ট দোসররা যেন কোণ প্রকার সুযোগ না নিতে পারে সে বিষয়ে বর্তমানে খুবই সজাগ থাকতে হবে। তারা চাইছেই মানুষকে উত্তেজিত করতে। কিন্ত এদের ঠান্ডা মাথায় ডীল করতে দিন সরকারকে। আমরা যেন তাদের উস্কানির ফাদে পা না দেই।

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪

শিশির খান ১৪ বলেছেন: আপনার কথায় যুক্তি আছে আমাদের দেশের দুইটা দলই হারামি একটারে সাইজ করতে গেলে আরেকটা বলে মাইনাস টু ফর্মুলা আর দেখতে চাই না ঘুইরা ফিরা সেই একই কথায় আসতে হয় আগে সংস্কার পরে নির্বাচন।

১৫| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

আমি সাজিদ বলেছেন: আমি একশত বিশ কেজি স্কোয়াট করি। আমাকে দূর্বল ভাবার কারন নাই। দুইশত পার করার প্ল্যান আছে। আপনি ভারতকে চাপে রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ। শুভকামনা। তবে ওইখানে ঘুরতে আর চিকিৎসা না নিতে গেলে হয় না?

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

শিশির খান ১৪ বলেছেন: আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভারত যাওয়া লাগে নাই ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছা নাই। ভারতের জনগণের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সমস্যা তাদের বাংলাদেশ নীতি নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.