নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
✳▶সাধারণ নিয়মে ব্যক্তিকে গ্রেফতার করার পর হাতকড়া পরানো হয়।
এটাই নিয়ম।কিন্তু কিছু কিছু পরিস্হিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না।
এবং পরানোটা অাইনের লঙ্গল বলে বিবেচিত হবে।
▶ফৌজদারী কার্যবিধি আইনের ১৭১ ধারা
এবং
পি আর বি(পুলিশ রেগুলেশন অব বেঙ্গল) এর ৩৩০ ধারা অনুুযায়ী:
》স্ত্রী লোক,
》শিশু,
》রোগী
কিংবা
》কোন
সাক্ষীকে গ্রেফতার করার পর
তাদের হাতকড়া ব্যবহার করা যাবে
না।
>>>যদি এমন টা হয় তাহলে কর্তব্যরত ব্যাক্তির বিরুদ্ধে অাইনত পদহ্মেপ নেওয়া যাবে।
-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
www.facebook.com/mohammad.toriqueullah
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
এম টি উল্লাহ বলেছেন: ভাবনার বিষয়। ধন্যবাদ
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন।
লেখক, ব্লগে দু-একটা গিরগিটি নানা নিকে বিরুপ মন্তব্য করবে। ওসবে পাত্তা দেবেন না।
লেখালেখি চলুক...
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
এম টি উল্লাহ বলেছেন: অসংখ্য ভালোবাসা।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১
চাঁদগাজী বলেছেন:
জিয়া অরফেনেজের বিচার সঠিক হয়েছে?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
এম টি উল্লাহ বলেছেন: বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: লক্ষ লক্ষ মামলা কেন এখন নিশপত্তি হয়নি।
কেন আজও এত এত্ত মামলা ঝুলে আছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
আধাপাগল বলেছেন: ভাই আপনে কি পুলিশের হাবিলদার নাকি র্যাবের হাবিলদার? অনেক কিছুই জানেন দেখি। ভালো। যে কোনো কিছুই জানা ভালো। তো, যে অপরাধীর হাত নাই তাকে কি হাতকড়ার বদলে পাকড়া পড়ানো হবে?