নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশের অবস্হান কোথায়

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

সম্প্রতি আমেরিকান ‘ইউএস নিউজ এন্ড রিপোর্ট’ নামের মিডিয়া হাউজ বিভিন্ন ক্যাটাগরীতে বিশ্বের রাষ্ট্রসমূহের সূচক প্রকাশ করে থাকে। তার মধ্যে সকল দিক বিবেচনায় বিশ্বের সেরা দেশ এবং অর্থনীতি, সামরিক ও রাজনৈতিক ফ্যাক্টরের ভিত্তি বিবেচনায় বিশ্বের শক্তিশালী দেশ এই দুইটি সূচক সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত। নাগরিকদের নিরাপত্তা, ব্যবসায়ী বান্ধব, উন্নত জীবন-মান, সম্ভাবনাময়,ঐতিহাসিক অঞ্চল,বাণিজ্য, ভ্রমণ এমন প্রায় ১০ টি ক্যাটাগরীতে প্রথম ৮০ টি দেশের তালিকা আলাদা আলাদাভাবে তারা প্রকাশ করে থাকে। কিন্তু বিষয়টা হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় অষ্টম , আয়তনের হিসেবে বিশ্বে ৯৪তম; ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে নবম স্হান অধিকারী বাংলাদেশ কোন একটা সূচকেও সেরা ৮০ দেশের তালিকায় নাই।
না থাকাটাই হয়তো স্বাভাবিক হয়তো। তবুও প্রশ্ন থেকে যায় যখন ঘানা, কেনিয়া, সার্বিয়া,নাইজেরিয়া,চিলির মতো দেশ গুলোর নামও এই তালিকায় দেখা যায়। বিশ্ব পরিমন্ডলের হিসাব বাদ দিয়ে যদি আপনি নিজেদের প্রতিবেশী দেশ গুলোর দিকেও তাকান সেক্ষেত্রেও হতাশ হতে হবে আপনাকে। কারণ এই সব কটি সূচকেই প্রতিবেশী ভারত-পাকিস্তান নয় শুধু রয়েছে মায়ানমার ও শ্রীলংকার মতো রাষ্ট্রও। শক্তিশালী দেশের মধ্যে ভারত-পাকিস্তান,মায়ানমার-শ্রীলংকা যথাক্রমে ১৫,২২,৫০ ও ৬৭ নম্বরে রয়েছে আর সর্বোপরি বিবেচনায় সেরা দেশের তালিকায় তাদের অবস্হান ২৫,৭৪,৬৩ ও ৫১ তম পজিশনে রয়েছে।সমর বিশ্লেষকদের খুবই প্রচলিতিএকটি কথা আছে, "প্রতিবেশী দেশ কখনোই বন্ধু হতে পারে না, তাই সব সময় প্রতিবেশী দেশটিকে নজরে রেখে প্রতিবেশী'র পাশের দেশটির সাথেই বন্ধুত্ব গড়ে উঠে"। হ্যাঁ, তার সাথে তাল মিলিয়ে বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের প্রতিযোগিতা করতে হলে তাদের দিকে নজরও রাখতে হবে। কারণ, গত্ এক দশকের বিশ্ব রাজনীতিতে বার বার প্রতিবেশী দ্বারা হোচড় খেয়ে আসছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ সমূহের মাঝে নিজেদের শক্ত অবস্হান না থাকার সবচেয়ে বড় ভোগ ফল ভোগ করতে হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে। অতীতেও কি এমন চলতে থাকবে নাকি কিছুটা হলেও অবস্হান হবে আমাদের? উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষস্থান বজায় রেখেছে,অন্যদিকে রাশিয়া ও চীনের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। আর সবদিক বিবেচনায় সেরা দেশের প্রথম তিনে রয়েছে যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড,কানাডা ও জার্মানী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

আলআমিন১২৩ বলেছেন: তারপরেও এটা আমার জন্মভুমি।

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১০

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: আমি আশাবাদী মানুষ আমার দেশ বদলাবে।

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১০

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.