নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

রূপসী বাংল-২ (ছবি ব্লগ)

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২১

আমাদের বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে অসংখ্য সৌন্দর্য। শুধু দেখার মনোভাব থাকলেই হবে। পথের দুপাশের আলো আর রঙের খেলা দেখে শেষ করা যাবে না। সেই সব থেকে কিছু ছবি এখানে দিলাম। আমার আগের ব্লগে ব্লগার জনারণ্যে একজন মন্তব্য করেছিলো ছবিগুলো বড় আকারে দিতে। তাই আজ বড় আকারেই ছবি দিলাম। যদিও একটু সময় সাপেক্ষ কিন্তু সহজ।

১। আলো ছায়ার খেলা। ধনপুর শালবন।


২। বৃষ্টি আসার পূর্বে।


৩। দুপুরের প্রকৃতি।


৪। স্বর্গীয় বিকেল।


৫। সিঙ্গাপুর ডেইজি।


৬। জীবিকা। আমাদের এদিকে এটিকে খড়া জাল বলা হয়।


৭। নিঃসঙ্গতা


৮। মরা নদী। নদীটির যৌবন শেষের দিকে।


৯। রূপসী বাংলা।


১০। গ্রামের মেঠোপথ।


১১। ধনেপাতা ফুল।


১২। প্রশান্তি।


১৩। সরিষা ফুল।


১৪। স্বপ্নের ঢাকা। মিরপুর ডেল্টা হসপিটাল থেকে তোলা।


ছবিগুলো সব মোবাইলে ধারণ করা।

মন্তব্য ২৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৮

রুরু বলেছেন: ধন্যবাদ অফুরান।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮

চলো আগে নিজে পাল্টাই বলেছেন: ছবি তোলার হাত খুবই ভালো। ধন্যবাদ বাংলার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৯

রুরু বলেছেন: ছবি তোলা একটা শখ। ইচ্ছা ছিলো কোন এক সময় ডিএসএলআর ক্যামেরা কিনবো। আশা করি তখন আরও ভালো ছবি তোলতে পারবো। আমার জন্য আর্শীবাদ করবেন। ধন্যবাদ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০

রুরু বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অসাধারণ যতসব ছবি!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০

রুরু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দারুণ সুন্দর বাংলার রূপ!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২২

রুরু বলেছেন: আমাদের বাংলাদেশ কোন অংশেই সৌন্দর্যে কম না। সত্যি কথা হলো প্রতিদিন এই দৃশ্যগুলো দেখতে দেখতে চোখ সয়ে গেছে। তাই আলাদা করে নজরে পরে না। একটু খেয়াল রাখলেই বাংলার মনিমুক্তো খুঁজে পাওয়া যায়।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৩

রুরু বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:



প্রথম ছবিটা ভালো হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৪

রুরু বলেছেন: এই ছবিটা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ধনপুর গজারী বনে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩

আরইউ বলেছেন:



চমৎকার হয়েছে, তন্ময়, খুব ভালো লাগছে সুন্দর ছবিগুলো দেখে।
১২ নাম্বার ছবির রাস্তা ধরে হাটলে সম্ভবত "এই পথ যদি না শেষ হয়" গানটি গাইতে ইচ্ছে হবে।
অনেক ধন্যবাদ, ভালো থাকুন!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৬

রুরু বলেছেন: জায়গাটা আসলেই মায়াময়।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০

নয়া পাঠক বলেছেন: অসাধারণ সব ছবি, ক্যামেরা, কালার কম্বিনেশন আর ছবি তোলার হাতসহ লোকেশনগুলোও চমৎকারভাবে ফুটে উঠেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৭

রুরু বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম প্রিয় সুহৃদ।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪

কামাল১৮ বলেছেন: প্রতিটা ছবি যেন এক একটি কবিতা। —


— আমার পূর্ব-বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ সন্ধ্যার উন্মেষের মতো সরোবরে অতলের মতো কালো-কেশ মেঘের সঞ্চয়ের মতো বিমুগ্ধ বেদনার শান্তি আমার পূর্ব-বাংলা ——।
সৈয়দ আলী আহসান

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০

জনারণ্যে একজন বলেছেন: ধন্যবাদ, রুরু।

প্রতিটা ছবিই খুব সুন্দর, এবার সবচেয়ে বেশি ভালো লেগেছে ১০ নাম্বার ছবিটা। ছবিটা যতবার দেখি, মনে হয় ঘাস-লতা-পাতার বুনো গন্ধ পাচ্ছি।

বাই দ্য ওয়ে, আমিও মোটামুটি গ্রামেই থাকি। একদিন বিকেলে বাসায় ফিরতি পথে তোলা ছবি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৮

রুরু বলেছেন: অসম্ভব সুন্দর একটা জায়গায় থাকেন আপনি। কোন কোলাহল নেই। প্রকৃতির খুব কাছাকাছি থাকা ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ খুব সুন্দর একটা মন্তব্যের জন্য।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৮

আজব লিংকন বলেছেন: সব সুন্দর। আমার বেশ ভালো লেগেছে...
৬। জীবিকা। আমাদের এদিকে এটিকে খড়া জাল বলা হয়
১২। প্রশান্তি।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৮

সোহানী বলেছেন: অদ্ভুত সুন্দর তবে নৈাকার ছবিটা অসাধারন।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনের ১, ৬, ৭, ১২ নং ছবিগুলো আমায় বেশি মুগ্ধ করেছে। আমি সম্ভবত এগুলো নিয়তে চাইবো। প্রচারের জন্য নয়, আমার বাসায় টানানোর জন্য। কিংবা অফিসে। বাকি ছবিগুলোও যথেষ্ট মুগ্ধতা ছড়িয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৬

রুরু বলেছেন: ধন্যবাদ অসংখ্য। অবশ্যই নিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.