নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প ভাইয়ের প্রেসিডেন্সিয়াল টিমের সদস্য এর মধ্যে এই তিন জন সদস্য খুবই গুরুত্বপূর্ণ।

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

প্রথম জন হলো: জেডি ভান্স, উনি মেবি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ভদ্রলোকের বউ আবার ইন্ডিয়ান হিন্দু। ওনার নাম উষা ভান্স। পেশায় তিনি একজন অ্যাডভোকেট।

দ্বিতীয় জন হলো বিবেক রামাস্বামী। এই ভদ্রলোক আরেক ইস্টেরস্টিং ক্যারেক্টর। ভেরি ইয়াং বিসনেসম্যান।

চতুর্থ জন হলো আসলে আলোচনার বিষয়। তুলসী গাবার্ড । সাবেক ডেমোক্রাট সিনেটর। সি ইস ভেরি ইয়াং। তিনি এবার ট্রাম্প শিবিরে ডেমোদের ভন্ডামি নিয়ে তার লেখা, স্পিচ প্রচুর। তুলসী গাবার্ড কে যারা টুইটারে ফলো করেন, তারা জানেন নিশ্চয়ই।

তবে মজার বিষয় অন্যখানে। এই ভদ্রমহিলা হইলেন আদি ও অকৃত্রিম ইসকন। হোয়াইট আমেরিকান হিন্দু মুলত। ওনার মা ও বাবা ছিলেন বৈষ্ণব বাদী ইসকনের সদস্য। উনি সেকেন্ড জেনারেশন। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রাদায়ের উপর হামলার বিষয়ে ট্রম্পের আলোচিত টুইটের আগেই যিনি টুইট করেন তিনি এই তুলসী গাবার্ড।

ইলনমাস্ক ও বেশ খাটনি খেটেছেন ট্রাম্পের প্রচরণার জন্য অর্থ এবং সময় উভয় দিয়েই। তিনি আইটি সেক্টরের কোনো একটি পদ পাবেন। আশা করি ট্রাম্প এবং তার প্রেসিডেন্সিয়াল টিমের সবাই মিলে বিশ্বযুদ্ধ লাগার পথ গুলো থেকে সরে আসবে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

মেঘনা বলেছেন: আমেরিকায় ভারতীয়রা সংখ্যা লঘু হিসাবে যথেস্ট গুরুত্ব পূর্ণ

০৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:১১

অতনু কুমার সেন বলেছেন: আমেরিকায় যারা বসবাস করে তারা সবাই আমেরিকান এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ ধাপ ধরে না

২| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

প্রহররাজা বলেছেন: এই তোরা কে আছিস রাজুতে আয়, হোয়াইট হাউস ঘেরাও করতে হবে

৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:১২

অতনু কুমার সেন বলেছেন: হোয়াইট হাউস?
শপথ নিতে আরো কয়েক মাস দেরি হবে

৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৫৭

অগ্নিবেশ বলেছেন: আপনিও একজন হিন্দু, আনন্দ করেন।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৬

তানভির জুমার বলেছেন: ট্রাম্প প্রেসিডেন্সিয়াল টিমের সবচেয়ে গুরুত্বপূর্ন সদস্য হচ্ছে সুসি ওয়াইল, (Susie Wiles)। ট্রাম্প নিজেও এটা জয় নিশ্চিত হওয়ার ভাষনে স্বীকার করেছে।

ইতিমধ্যে তাকে চিইফ অফ স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। এটিই হোয়াইট হাউজে ট্রাম্পের দেওয়া প্রথম নিয়োগ।

৬| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮

আমি নই বলেছেন: বাংলাদেশের ইসকনিদের লাফানোর কারন কি এটাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.